নেদারল্যান্ডে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী। আমস্টারডাম থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সকলের মন জয় করে নিলেন সুন্দরী।
1/5গোলাপি ড্রেস, গোলাপি সাইকেল। এক গাল হেসে ছবি দিয়েছেন ঋতাভরী! সত্যি এ ছবির থেকে চোখ ফেরানো সম্ভব নয়। এমনিতেই তিনি বং ক্রাশ। ঋতাভরীকে দেখলেই টুপটাপ প্রেমে পড়েন ভক্তরা! আর এদিনের ছবিও একই হাল করল সবার।
2/5আমস্টারডাম শহর ঘুরছেন তিনি সাইকেলে চেপে! ফুলের দোকান থেকে ফুল কিনছেন, ছবি তুলছেন! এসব দেখে মনে প্রশ্ন জাগতেই পারে কার সঙ্গে ঘুরু ঘুরু! ইনস্টাগ্রামে রহস্য থাকলেও, স্টোরি বলছে অভিনেত্রীর সঙ্গে আছেন তথাগত চট্টোপাধ্যায়।
3/5এই যে তথাগতর সঙ্গে হোটেলের ঘরে বসে লুডো খেলছেন! অভিনেত্রীর ডাক্তার-প্রেমিকের নাকি ‘লুডোই জীবন’!
4/5আমস্টারডাম শহরের নানা ছবিও উঠে এসেছে ঋতাভরীর ক্যামেরায়।
5/5শনিবার এই ছবিটি শেয়ার করেছিলেন নেদারল্যান্ড ট্রিপ থেকেই। প্রসঙ্গত, উইন্ডোজ প্রোডাকশনের ‘ফাটাফাটি’ সিনেমাতে এরপর দেখা মিলবে ঋতাভরীর। বিপরীতে আবীর চট্টোপাধ্যায়। এক প্লাস সাইজ মডেলের গল্প বলবে এই সিনেমা।