Rituparna Sengupta: আমেরিকায় 'দেশি গার্ল'-এর বাড়িতে ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রিয়াঙ্কার বাড়িতে মধু এবং নিকের সঙ্গে লেন্সবন্দি মুহূর্তগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন টলিউড সুন্দরী।
1/7কিছুদিন আগেই লস অ্যাঞ্জেলেস গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ কথা শুনেই অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়ার মা মধু চোপড়া তাঁদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন টলি ডিভাকে। আমন্ত্রণ রক্ষায় ঋতুপর্ণা গিয়েছিলেন চোপড়া এবং জোনাস পরিবারে সকলের সঙ্গে দেখআ করতে। (ছবি ইনস্টাগ্রাম)
2/7লস অ্যাঞ্জেলেসে প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে গিয়ে সেখানে অভিনেত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন ঋতুপর্ণা। তবে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়নি তাঁর। দেশি গার্ল তখন ভারতে ছিলেন। মধু চোপড়া এবং নিক জোনাসের সঙ্গে দেখা হয় তাঁর।
3/7মধু চোপড়ার সঙ্গে একসঙ্গে একাধিক ছবি শেয়ার করেন ঋতুপর্ণা। অভিনেত্রী জানান, 'জোনাস পরিবার খুব ভালো। আমরা একসঙ্গে হাইটিতে অংশ নিয়েছিলাম।'
4/7এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা চমকপ্রদ তথ্য দেন। অভিনেত্রী জানান, তাঁর নাকি প্রিয়াঙ্কা চোপড়ার প্রোডাকশনের সঙ্গে একটি ছবি করার কথা আছে। এবং সেই ছবির শ্যুটিং নাকি আগামী বছরেই হবে! ঋতুপর্ণা তাঁর জন্মদিনের একদম আগে আগেই আমেরিকায় গিয়েছিলেন।
5/7প্রিয়াঙ্কার লস অ্যাঞ্জেলেসের বাড়ির বাগানে তোলা ঋতুপর্ণার এই ছবি। পিছনে বরফে আবৃত পাহাড় দেখা যাচ্ছে।
6/7নেটমাধ্য়মের পাতায় এই ছবিগুলি শেয়ার করে ঋচুপর্ণা লিখেছেন, 'আমার দেওয়া ছোট্ট উপহার মোমবাতিটির ছবি এবং সুন্দর নোটটি পাঠানোর জন্য ধন্যবাদ মধু আন্টি। কয়েক দিন আগে লস এঞ্জেলসে জোনাস পরিবার এবং আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। প্রিয়াঙ্কা বাইরে ছিল। ওকে খুব মিস করেছি।'
7/7অভিনেত্রী আরও যোগ করেছেন, 'আপনাদের বাড়িটা ঠিক স্বপ্নের মতো। খুব সুন্দর কিছু স্মৃতি তৈরি করলাম সেখানে। আপনাদের জন্য অনেক ভালোবাসা।' এখন আপাতত তিনি ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছেন। স্পর্শ ছবিটির শ্যুটিং শুরু করেছেন ঋতুপর্ণা।