ফাদার্স ডে-র দিন বাবা,মা ও ঠাকুমার সঙ্গে ছবি পোস্ট করলেন টলিউডের প্রথম সারির নায়িকা। দেখুন তো চিনতে পারেন কিনা!
1/5সাদা-কালো ছবিতে মা,বাবা আর ঠাকুমার সঙ্গে বসে রয়েছেন আজকের টলিউড ডিভা। গলায় মালা, হাসি ঝরে পড়ছে। দেখে চিনতে পারছেন এই মিষ্টি খুদেকে? টলিউডের প্রথম সারির নায়িকার এই ছবি দেখে সত্যি বোঝবার উপায় নেই! (ছবি-ইনস্টাগ্রাম)
2/5এই ছবিটি আর কারুর নয়, বরং টলিউডের কুইন ঋতুপর্ণা সেনগুপ্তর। আজ (রবিবার) ফাদার্স ডে-র দিন ফেলে আসা দিনের এই স্মৃতি নেটদুনিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী, জানিয়েছেন বাবাকে কতখানি মিস করেন তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
3/5গত নভেম্বরেই ৫০ পূর্ণ করে ফেলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে বয়স শুধুই একটা সংখ্যা বাংলা চলচ্চিত্রের গ্ল্যামার কুইনের কাছে। অনেকেই বলেন, ‘ঋতুপর্ণার বয়স বাড়ে না’। তাই তো প্রায় তিন দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর দাপট অব্যাহত। (ছবি-ইনস্টাগ্রাম)
4/5এদিন মেয়েবেলার দুর্লভ এই মুহূর্ত শেয়ার করে ঋতুপর্ণা সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'একটি সাদা-কালো মুহূর্ত, আমার কাছে থাকা খুব দামি একটা অ্যালবাম থেকে। আমার মা, বাবা, আমার প্রিয় ঠাকুমা আর ছোট্ট আমি। তোমার কথা খুব মনে পড়ে বাবা। তোমায় অনেক ভালোবাসি।' পোস্টের সঙ্গে অভিনেত্রী জুড়ে দিয়েছেন 'হ্যাপি ফাদার্স ডে' হ্যাশট্যাগ (Happy Fathers Day)।
5/5অভিনেত্রীকে সদ্য দেখা গিয়েছে 'বেলাশুরু' (Belashuru) ছবিতে। একগুচ্ছ প্রোজেক্ট রয়েছেন ঋতুপর্ণার হাতে। অরিন্দম শীলের মায়াকুমারী দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেও খুব শিগগির পর্দায় হাজির হবেন তিনি, এছাড়াও রয়েছে ‘লবঙ্গলতিকা’, ‘ছুটি’র মতো ছবিও বলিউডে ‘ইত্তর’ ছবির কাজ শেষ করেছেন ঋতুপর্ণা।