রোড সেফটি ওয়ার্ল্ড খেতাবের পর 'তরুণ' সচিন-সেহওয়াগদের খোঁজ পেলেন যুবরাজ! Updated: 22 Mar 2021, 11:00 AM IST Ayan Das নিজের পারফরম্যান্স দারুণ। দলও উদ্বোধনী রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের খেতাব জিতেছে। তারপরই 'তরুণ' সচিন তেন্ডুলকর, ইরফান পাঠান, বীরেন্দ্র সেহওয়াগের খোঁজ পেলেন যুবরাজ সিং। নিজেই ফাঁস করলেন সেই কথা, জেনে নিন তা - 1/4ফাইনালের শুরুটা খুব একটা ভালো হয়নি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে উদ্বোধনী রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের খেতাব জিতে নিয়েছে ইন্ডিয়া লেজেন্ডস। রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কা লেজেন্ডসকে ১৪ রানে হারিয়েছে সচিন তেন্ডুলকরের দল। (ছবি সৌজন্য, টুইটার @sachin_rt) 2/4প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৮১ রান তোলে ইন্ডিয়া লেজেন্ডস। ৪১ বলে ৬০ রান করেন যুবরাজ সিং। ৩৬ বলে অপরাজিত থাকেন ৬৪ রান ইউসুফ পাঠান। (ছবি সৌজন্য, টুইটার @sachin_rt) 3/4ভালো শুরু করলেও সাত উইকেটে ১৬৭ রানেই থেমেই যায় শ্রীলঙ্কার ইনিংস। চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন ইউসুফ। (ছবি সৌজন্য, টুইটার @IndiaLegends1) 4/4খেতাব জয়ের পর টুইটারে দলের ছবি পোস্ট করে লেখেন, 'দারুণ খেলেছো তরুণ তুর্কিরা। অভিননন্দন ভারতীয় কিংবদন্তিরা।' (ছবি সৌজন্য, টুইটার @YUVSTRONG12)পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে