ICCর বর্ষসেরা T20 দলের অধিনায়ক রোহিত শর্মা! নেই বিরাট, ১১জনের মধ্যে ভারতেরই চার সদস্য, আছে হার্দিক,বুমরাহ! দলে আর কারা?
Updated: 25 Jan 2025, 03:10 PM ISTআইসিসির টি২০ বর্ষসেরা দল ঘোষণা করে দেওয়া হল। অধিনায়ক বেছে নেওয়া হল রোহিত শর্মাকে। ২০২৪ সালের বর্ষসেরা দলে রয়েছে ভারতীয় দলের চার ক্রিকেটার। এছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা।
পরবর্তী ফটো গ্যালারি