India vs England- ঠিক সময়ই অক্ষরকে নামিয়ে মাস্টারস্ট্রোক! রোহিত বললেন, ‘আমরা জানতাম ইংল্যান্ড…’
Updated: 06 Feb 2025, 09:17 PM ISTযদিও রোহিত শর্মা নিজের পারফরমেন্সকে গুরুত্ব না দিয়েই দলগত জয়ের দিকেই বেশি নজর দিচ্ছেন। নিজের হোমটাউন নাগপুরে ম্যাচ জয়ের পর হিটম্যান বললেন, ‘আমি এই জয়ে যথেষ্ট খুশি। আমরা অনেকদিন পর এই ফরম্যাটে খেলছিলাম। আর আমার মনে হয়েছে ম্যাচের শুরু থেকেই আমরা প্ল্যানিং মতোই খেলতে পেরেছি ’।
পরবর্তী ফটো গ্যালারি