বাংলা নিউজ >
ছবিঘর > Rohit wakes up with World Cup Trophy: ‘ঘুম’ পাড়ান SKY, সকালে বিছানায় শুয়ে ঘুম চোখে বিশ্বকাপের সঙ্গে ‘সেলফি’ রোহিতের
Rohit wakes up with World Cup Trophy: ‘ঘুম’ পাড়ান SKY, সকালে বিছানায় শুয়ে ঘুম চোখে বিশ্বকাপের সঙ্গে ‘সেলফি’ রোহিতের Updated: 30 Jun 2024, 09:48 PM IST Ayan Das ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে প্রায় ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও সেই স্বপ্নপূরণের বিষয়টি থিতিয়ে যায়নি। তারইমধ্যে ভারতে যখন বিকেল-সন্ধ্যা, সেইসময় বার্বাডোজে রোহিত শর্মাদের ঘুম ভাঙে। আর তারপর সেলফি পোস্ট করেন। 1/5 স্বপ্নের রাত কাটল রোহিত শর্মার। আর সকালটাও হল স্বপ্নের মতো। মাথার পাশে বিশ্বকাপের ট্রফি নিয়ে ঘুম থেকে উঠলেন ভারতীয় ক্যাপ্টেন। হোটেলে যেমন মাথার পাশে একটা টেবিল মতো থাকে, সেরকম জায়গায় বিশ্বকাপের ট্রফি রাখা ছিল। আর ঘুম চোখেই সেই ট্রফির সঙ্গে সেলফি তোলেন ক্যাপ্টেন। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি পোস্ট করে রোহিত লেখেন, ‘গুড মর্নিং’। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম @rohitsharma45 এবং devishashetty) 2/5 রোহিতকে দেখেই বোঝা যাচ্ছিল যে তখনও পুরোপুরি ঘুমের ঘোরে আছেন। চোখ কার্যত খুলছে না। ঢুলুঢুলু চোখে কোনওক্রমে সেলফি তুলেছেন। যে সেলফি তোলার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে যাচ্ছিলেন। সম্ভবত ২০ নভেম্বর সকালেই সেই কাজটা করতে পারবেন বলে ভেবেছিলেন। সেটা না হলেও ৩০ জুন সেই স্বপ্নপূরণ হয়েছে। (ছবি সৌজন্যে এএফপি) 3/5 রোহিত যখন সকালের ছবি পোস্ট করেছেন, তখন সূর্যকুমার যাদবরা আবার বিছানায় রেখে দেওয়া বিশ্বকাপ ট্রফির ছবি পোস্ট করেন। ভারতীয় সময় অনুযায়ী, আজ দুপুর দুটো নাগাদ ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেন স্কাইয়ের স্ত্রী দেবিশা শেট্টি। স্কাই এবং তাঁর মধ্যে ট্রফিটা রাখা ছিল। আর দেবিকা জানান, এই রাতের ঘুমটা সত্যিই খুব ভালো। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম devishashetty) 4/5 শনিবার বার্বাডোজে ট্রফি হাতে দাঁড়িয়ে থাকার একটি ছবি পোস্ট করে জসপ্রীত বুমরাহ লেখেন, 'বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ঘুম থেকে উঠলাম।' বুমরাহ যখন টুইট করেন, তখন ইনস্টাগ্রামে আবেগমাখা পোস্ট করলেন আইসিসির সঞ্চালক তথা বুমরাহের স্ত্রী সঞ্জনা গণেশন। তিনি বলেন, ‘ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। আর সেটা হওয়ারই যোগ্য ছিল।’ সেইসঙ্গে বুমরাহের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এটা সবে শুরু।’ (ছবি সৌজন্যে পিটিআই) 5/5 তবে সেই বিশ্বকাপ ট্রফি নিয়ে রোহিতরা কবে দেশে ফিরবেন, তা স্পষ্ট নয়। একাধিক রিপোর্ট অনুযায়ী, দেশে ফেরার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে। যিনি ইতিমধ্যে ফোনে রোহিত, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়-সহ ভারতীয় দলের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। আর দেশে ফিরলে ভারতীয় তারকাদের সঙ্গে মুখোমুখি দেখা করতে পারেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। (ছবি সৌজন্যে এএফপি)