বাংলা নিউজ > ছবিঘর > RR vs KKR: ডেথ ওভারে জঘন্যতম ইকোনমি রেট কামিন্সের, প্রথম চারে মোট ২ নাইট ও ১ KKR প্রাক্তনী

RR vs KKR: ডেথ ওভারে জঘন্যতম ইকোনমি রেট কামিন্সের, প্রথম চারে মোট ২ নাইট ও ১ KKR প্রাক্তনী

আইপিএলের যে কোনও ম্যাচের ক্ষেত্রে ডেথ ওভার বোলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে যে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ভয়ঙ্কর অবস্থা, তা উঠে এল পরিসংখ্যানে। ২০২০ সাল থেকে ডেথ ওভারে সবথেকে বেশি ইকোনমি রেটের তালিকার প্রথম চারের মধ্যে দু'জনই নাইট। একজন আবার গত বছর পর্যন্ত কেকেআরেই ছিলেন।