রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) গ্রুপ 'ডি' পরীক্ষায় বসার বড় সুযোগ দিচ্ছে ভারতীয় রেল। তবে হাতে বেশি সময় দেওয়া হয়নি। দেখে নিন বিস্তারিত -
1/6রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) গ্রুপ 'ডি' পদে যাঁরা আবেদন করেছেন, তাঁরা আবারও তথ্য সংশোধনের সুয়োগ পেতে চলেছেন। বুধবার থেকে তা সেই সংশোধনের প্রক্রিয়া শুরু হবে।(ছবিটি প্রতীকী, সৌজন্য সঞ্জীব বর্মা/হিন্দুস্তান টাইমস)
2/6রেলের তরফে জানানো হয়েছে, ১৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে সেই তথ্য সংশোধন করা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/6রেলের তরফে জানানো হয়েছে, প্রায় ৪.৮৫ লাখ প্রার্থীর আবেদন বাতিল হয়ে গিয়েছিল। তাঁদের আবার সুযোগ দেওয়া হচ্ছে। সেই ভুল সংশোধনের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) ওয়েবসাইটে একটি মডিফিকেশন লিঙ্ক দেওয়া হবে। সেখান থেকেই তথ্য সংশোধন করা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য @TheSanjivKapoor)
4/6এমনিতে ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি আরআরবি গ্রুপ 'ডি' পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। সেই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে পরীক্ষা (কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি) হতে পারে বলে জানিয়েছিল রেল। কিন্তু তা হয়নি। পরে করোনাভাইরাসের ধাক্কায় আরও পিছিয়ে যায় পরীক্ষা।(ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
5/6সম্প্রতি রেলের তরফে জানানো হয়, একাধিক পর্যায়ে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। কোন প্রার্থীদের কোন শহরে পরীক্ষা হবে, কবে হবে, তা পরীক্ষার ১০-১২ দিন আগে ঘোষণা করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
6/6যে পরীক্ষার মাধ্যমে ১.০৩ লাখ শূন্যপদে নিয়োগ করবে রেল। সেজন্য আবেদন করেছেন ১.১৫ কোটি প্রার্থী। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)