₹15 Lakh Bribe claim in RG Kar Murder case: আরজি কর কাণ্ডে নয়া তথ্য CBI-এর হাতে, চিকিৎসক খুন ১৫ লাখের জন্যে?
Updated: 17 Sep 2024, 11:11 AM ISTআজ এক রিপোর্টে আরজি কর নিয়ে লেখা হয়েছে, টাকা না দিলে চিকিৎসককে 'দেখে নেওয়া হবে' বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এদিকে রিপোর্টে জানা গিয়েছে, খুন হওয়া চিকিৎসক নাকি ১৫ লাখ টাকা ঘুষ দিতে রাজি হননি। অভিযোগ, তাই গত এক বছর ধরে তাঁকে নানা ভাবে হেনস্থা করা হচ্ছিল।
পরবর্তী ফটো গ্যালারি