₹30 Lakh Crores wiped off from Share Market: বিনিয়োগকারীরা হারিয়েছেন ৩০ লাখ কোটি টাকা! ৬০০০ পর্যন্ত নেমেছিল সেনসেক্স
Updated: 04 Jun 2024, 06:15 PM ISTআজ শেয়ার বাজারে সকাল থেকে ধস নেমেছিল সেনসেক্সে। ফল প্রকাশের দিন সকাল থেকেই সব বড় বড় সংস্থার শেয়ারের দাম কমেছিল। এই আবহে সেনসেক্স একটা সময়ে প্রায় ৫ হাজার পয়েন্ট নেমে গিয়েছিল। তবে বেলা নাগাদ সেনসেক্স কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। তবে ফের পড়ে যায় সেনসেক্স।
পরবর্তী ফটো গ্যালারি