₹900 Crore Investment in Durgapur: সম্প্রসারণ হবে ২টি কারখানার, দুর্গাপুরে ৯০০ কোটি টাকা বিনিয়োগ করবে কলকাতার সংস্থা
Updated: 02 Aug 2024, 01:49 PM ISTস্টিল উৎপাদনের সঙ্গে যুক্ত কলকাতা ভিত্তিক জয় বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড দুর্গাপুরে তাদের দু'টি উৎপাদন ইউনিট সম্প্রসারণের জন্যে ৯০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বলে জানা গিয়েছে রিপোর্টে। অস্ট্রেলিয়া, ব্রিটেন সহ বিশ্বের ৪২টি দেশে এই সংস্থার পণ্য রফতানি হয় বলে জানা গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি