1/4পশ্চিমবঙ্গে একধাক্কায় কমানো হল আরটি-পিসিআর পরীক্ষার খরচ। এবার থেকে বেসরকারি ল্যাবে ৫০০ টাকায় করা যাবে করোনাভাইরাসের আরটি-পিসিআর পরীক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/4বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বেসরকারি ল্যাব থেকে করোনাভাইরাসের আরটি-পিসিআর পরীক্ষার খরচ ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই পরীক্ষার খরচ সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/4রাজ্য সরকার জানিয়েছে, জনগণের স্বার্থে আরটি-পিসিআর টেস্টের খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে বেসরকারি ল্যাবে আরটি-পিসিআর টেস্ট করতে ৫০০ টাকা পড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4কবে থেকে নয়া দর কার্যকর হবে? রাজ্যের তরফে জানিয়েছে, অবিলম্বে সেই হার কার্যকর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)