পরিকল্পনা ছাড়াই বাড়িতে ঘরোয়া আয়োজনে রুদ্রজিৎ-প্রমিতাকে জামাইষষ্ঠীতে আপ্যায়ন। গতবছর অসুস্থ হয়ে মারা যান রুদ্রজিতের বাবা। তাই এই বছর অভিনেতার বাবার প্রথম বাৎসরিক। রবিবার জামাইষষ্ঠী সেরেই পুরুলিয়া রওনা দিয়েছিলেন দম্পতি।
1/5টেলি পাড়ার জনপ্রিয় জুটি রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী। কেমন কাটল তাঁদের প্রথম জামাইষষ্ঠী? নেটমাধ্যমে ছবি শেয়ার করেছেন তাঁরা। (ছবি ইনস্টাগ্রাম)
2/5শাশুড়ির হাতে ষষ্ঠীর প্রথম গ্রাস খেলেন রুদ্রজিৎ। এ দিন খাঁটি বাঙালি সাজে ধরা দিয়েছেন এই দম্পতি। ছবি শেয়ার করে রুদ্রজিৎ-এর মন্তব্য, ‘জামাই আমি হিট, সবার সাথে ফিট’।
3/5গত বছর তাঁদের বিয়ের পর পরই মারা যান রুদ্রজিৎ-এর বাবা। তাই অফিসিয়ালি এটাই তাঁদের প্রথম জামাইষষ্ঠী। প্রমিতার কথায়, শ্বশুরমশাই মারা যাওয়ায় গত বছর কিছু হয়নি। এ বারে তাই তাঁর মা বেলগাছিয়ার বাড়িতেই সব আয়োজন করেছেন।
4/5এ দিন থালা সাজিয়ে জামাইকে আপ্যায়ন করেছেন প্রমিতার মা। মেয়ে জামাইকে নিজের হাতে খাইয়েও দিয়েছেন তিনি।