Rules Changing from 1st August, 2022: আগামিকাল ১ অগস্ট। শুরু হতে চলেছে নয়া মাস। আর পাঁচটা মাসের মতো ১ অগস্ট থেকেও একগুচ্ছ নয়া নিয়ম শুরু হতে চলেছে। মূলত অর্থ সংক্রান্ত একাধিক নিয়ম পালটে যাচ্ছে। অগস্ট থেকে কী কী নয়া নিয়ম শুরু হচ্ছে, তা দেখে নিন -
1/5ব্যাঙ্কে লেনদেন, EMI বৃদ্ধি, থেকে জরিমানা - ১ অগস্ট থেকে কী কী নিয়ম পালটাচ্ছে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/5এলপিজি সিলিন্ডারের দাম: প্রতি মাসের পয়লা দিন সাধারণত এলপিজি সিলিন্ডারের (১৪.২ কেজি রান্নার গ্যাস এবং ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস) দামের পরিবর্তন হয়। আগামী মাসেও সেটা হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল ৩০ নভেম্বর। পরে তা বাড়িয়ে করা হয়েছিল ৩১ ডিসেম্বর। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর চলতি বছর জানুয়ারিতে আবারও সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
4/5'রিটেল প্রাইম লেন্ডিং রেট' (আরপিএলআর) বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক। ২৫ বেসিস পয়েন্ট আরপিএলআর বাড়ানো হয়েছে। যা ১ অগস্ট থেকে তার ফলে লোনের ইএমআই বেড়ে যাবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/5ব্যাঙ্ক অফ বরোদার চেক পেমেন্টের নয়া নিয়ম: অগস্ট থেকে চেকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে 'পজিটিভ পে সিস্টেম' চালু হবে। সেই প্রক্রিয়ার আওতায় পাঁচ লাখের বেশি অর্থ লেনদেনের ক্ষেত্রে পাঁচ লাখ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে বাড়তি ডিজিটাল তথ্য জমা দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)