সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে এমন ঐতিহাসিক হ্রাস কখনও দেখা যায়নি।
1/6১০ লক্ষ জনসংখ্যা কমল রাশিয়ার, কোভিডে মৃত্যু লুকনোর অভিযোগ (via REUTERS)
2/6 রোস্ট্যাটের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রাশিয়ায় করোনাভাইরাসে ৬,৬০,০০০ জনেরও বেশি মৃত্যু হয়েছে। ফাইল ছবি : রয়টার্স (via REUTERS)
3/6যদিও রাশিয়ার সরকারি ওয়েবসাইটের তুলনায় এই পরিসংখ্যান অনেক বেশি। রাশিয়ার সরকারি ওয়েবসাইটে সংখ্যাটা ৩,২৯,৪৪৩। ফাইল ছবি : রয়টার্স (via REUTERS)
4/6নতুন পরিসংখ্যান আগের বছরের প্রবণতা অব্যাহত রেখেছে। ২০২০ সালে রাশিয়ার জনসংখ্যা ৫ লক্ষেরও বেশি কমে গিয়েছিল। ফাইল ছবি : ব্লুমবার্গ (via REUTERS)
5/6জন্মের হার কমছে কারণ যে প্রজন্ম এখন বাবা-মা হচ্ছে তারা ১৯৯০-এর দশকে জন্মগ্রহণ করেছিল। সেই সময়ে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে জন্মহার কমে গিয়েছিল। ফাইল ছবি : ব্লুমবার্গ (via REUTERS)
6/6জনসংখ্যা পুনর্নবীকরণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম জন্মহার মহিলাপিছু ২.২। সেখানে রাশিয়ায় প্রতি মহিলাপিছু জন্মের সংখ্যা প্রায় ১.৫। ফাইল ছবি : ব্লুমবার্গ (via REUTERS)