রিপোর্টে উল্লেখিত, গত ২০ দিন ধরে রাশিয়ার যুদ্ধের রসদ অনেকটাই কমে গিয়েছে। সেই কারণেই এবার চিনা অস্ত্রের সাহায্য নিতে পারে রাশিয়া।
1/4ইউক্রেনে আগ্রাসন চালাতে চিনের সামরিক সরঞ্জাম চাইছে রাশিয়া। বাইডেন প্রশাসনকে উদ্ধৃত করে এমনই খবর পশ্চিমী মিডিয়ার। বলা হচ্ছে, গত ২০ দিন ধরে রাশিয়ার যুদ্ধের রসদ অনেকটাই কমে গিয়েছে। সেই কারণেই এবার চিনা অস্ত্রের সাহায্য নিতে পারে রাশিয়া। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Carlos Barria)
2/4ওয়াশিংটন সম্ভবত জানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চিনের কাছ থেকে ঠিক কী কী চেয়েছেন। এখনও, যে রাশিয়ান বাহিনী সরবরাহ, খুচরা জিনিসপত্র এবং তেল ফুরিয়ে যাচ্ছে তা নরেন্দ্র মোদী সরকারের জন্য একটি চিন্তাশীল চিন্তাভাবনা, যেখানে ভারত এখনও তিনটি পরিষেবা জুড়ে সামরিক খুচরা সরঞ্জাম এবং সরবরাহের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। ছবি সৌজন্য- রয়টার্স (REUTERS/Carlos Barria)
3/4মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, রুশ বাহিনীর কাছে ধীরে ধীরে সাপ্লাই, স্পেয়ার এবং জ্বালানি কমে আসছে। অন্যদিকে এটাই ভারতের জন্য চিন্তার বিষয় হতে পারে। কারণ, সামরিক খুচরো সরঞ্জাম, সাপ্লাইয়ের জন্য রাশিয়ার উপরে নির্ভরশীল ভারত। (এএফপি) (REUTERS/Carlos Barria)
4/4এমন পরিস্থিতিতে ভারতের সবচেয়ে বড় আশঙ্কা হল রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা। সেই সঙ্গে মস্কোর ইউক্রেনে সমস্ত অস্ত্র খরচ করে ফেলায় ভারতের সরবরাহ চেনের ব্যাঘাত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (REUTERS/Carlos Barria)