Russian Satellite breaks off: আন্তর্জাতিক স্পেশ স্টেশনের কাছে শতাধিক টুকরোতে ভাঙল রুশ স্যাটেলাইট, বিপদে মহাকাশচারীরা?
Updated: 28 Jun 2024, 01:55 PM ISTমহাকাশে রুশ স্যাটেলাইট ভেঙে গিয়ে ১০০ টুকরো হল। এর জেরে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস-এর মহাকাশচারীদের নিরাপদ আশ্রয় নিতে হয়। এদিকে জানা গিয়েছে, রাশিয়ার যে স্যাটেলাইটটি ভেঙেছে, সেটি অকেজো হয়েই মহাকাশে ছিল বহু বছর ধরে।
পরবর্তী ফটো গ্যালারি