বাংলাতেই আসবে ট্রফি। আশায় বুক বাঁধল বাঙালি দর্শকরা।
1/7সমস্ত অপেক্ষার অবসান। আজই গ্র্যান্ড ফিনালে সারেগামাপা ২০২১-এর। এবারের প্রতিযোগী তালিকায় সবচেয়ে বড় চমক ছিল বাংলার ছয় মুখ। তাঁর মধ্যে কিঞ্জল চট্টোপাধ্যায় ও দীপায়ন বন্দ্যোপাধ্যায় শো থেকে আউট হয়ে গেলেও ফাইনালে পৌঁছেছেন নীলাঞ্জনা রায়, অনন্যা চক্রবর্তী, রাজশ্রী বাগ আর স্নিগ্ধজিৎ ভৌমিক। আর কাকে কাকে দেখা যাবে ফাইনালে?
2/7অডিশনের সময় থেকেই বিচারকদের পাশাপাশি দর্শক মনেও জায়গা করে নিয়েছিলেন সঞ্জনা ভাট। দুই মেয়ের মা সঞ্জনা বরের হাত ধরে স্বপ্নপূরণের আশায় ছুটে আসেন মুম্বই। সারেগামাপা-য় সকলেই তাঁর গায়কীর ভূয়সী প্রশংসা করেছিল। দেখার ট্রফিও কি তাঁরই হাতে উঠবে?
3/7‘দ্য ভয়েস ইন্ডিয়া কিডস’ খ্যাত আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা রায়ও রয়েছেন ফাইনালে। নিজের গান দিয়ে তিনিই হিমেশের চোখে জল এনে দিয়েছিলেন। শো-এর শুরু থেকেই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া। বয়স মাত্র ১৮ বছর। তাঁর অনুরাগীর সংখ্যা অজস্র।
4/7বাংলার আরেক মেয়ে রাজশ্রী বাগের বেড়ে ওঠাও এই বাংলাতেই, হুগলি জেলায়। নিজের গানের কেরিয়ারে সবসময় পাশে পেয়েছেন বাবাকে। বয়স সবে ২০, এরমধ্যেই ‘ভয়েস ইন্ডিয়া কিডস’, ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’, ‘এত সুর আর এত গান’-এর মতো রিয়েলিটি শো-র অংশ হয়েছেন রাজশ্রী।
5/7মধ্যপ্রদেশের ছেলে শরৎ শর্মাও পৌঁছেছেন সারেগামাপা ২০২১-র গ্র্যান্ড ফাইনালে। একসময় জাগ্রাতায় গান গাইতেন তিনি। তবে সারেগামাপায় বিচারক মনে জায়গা করে প্রমাণ করে দিয়েছেন নিজেদের প্রতিভা।
6/7জেতার লড়াইতে এগিয়ে আছেন বাংলার ছেলে স্নিগ্ধজিৎ ভৌমিক। এরমধ্যেই তিনি বিশাল দাদালানি, বাপ্পি লাহিড়ি, কুমার শানুদের থেকে প্রশংসা কুড়িয়েছেন। বাংলা সারেগামাপা-য় একটুর জন্য ট্রফি মিস হয় তাঁর। এবারে তাঁকে জেতাতে মরিয়া অনুরাগীরা।
7/7বাংলার এই কন্যেও সকলকে নিজের গানে মন্ত্রমুগ্ধ করেছেন। তাঁর গলার মেঠো সুর যেন লেগে আছে দর্শকের কানে আর মনে। তাই ট্রফির লড়াইয়ে এগিয়ে সেও!