বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে কড়া বার্তা সায়নীর।
1/9শিব লিঙ্গে কন্ডোম পরাচ্ছেন বুলা দি, পাঁচ বছর আগে টুইটারে এমন ছবি শেয়ার করার জেরে সম্প্রতি বিজেপির চক্ষুশূল হয়েছেন সায়নী ঘোষ। অভিনেত্রী ভোটের টিকিট পাওয়ার পরেও তাঁর বিরুদ্ধে এটাই মূলত বিজেপির প্রচারাভিযানের অ্যাজেন্ডা। এর মাঝে ভোট প্রচারে নেমে শিব মন্দিরেই পুজো দিলেন সায়নী।
2/9প্রার্থী তালিকায় নাম ঘোষণার পরপরই কোমর বেঁধে ভোটের প্রচারে ময়দানে নেমে পড়েছেন সায়নী। এক ইঞ্চি জমিও বিরোধীদের ছেড়ে দিতে না-রাজ তিনি।আসানসোল দক্ষিণ বিধানসভা আসনে লড়ছেন সায়নী।
3/9দক্ষিণ আসানসোলে সায়নী ঘোষের ভোটপ্রচারকে কেন্দ্র করে মঙ্গলবার কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। নায়িকা বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করতে গেলে আপত্তি তোলে স্থানীয় বিজেপি নেতৃত্ব, সায়নীর বিরুদ্ধে হিন্দু-বিরোধী হওয়ার অভিযোগ আনে।
4/9বিজেপির রোষের মুখে পড়েও দমে যাওয়ার পাত্রী নন সায়নী। তিনি জানিয়ে দেন, বিবেকানন্দ কারও ব্যক্তিগত সম্পত্তি নন। এদিন মহাত্মা গান্ধী, মাতঙ্গিনী হাজরা,,ক্ষুদিরাম বসুদের মতো শহীদদের মূর্তিতে মাল্যদান করেন সায়নী।