সব্যসাচী আর ঐন্দ্রিলার মাখোমাখো প্রেমের ছবি দেখে আশীর্বাদ আর ভালোবাসা উড়ে এল সোশ্যাল মিডিয়ার অন্দর থেকে।
1/5বরাবরই সোশ্যাল মিডিয়ার প্রিয় জুটি সব্যসাচী চৌধুরী আর ঐন্দ্রিলা শর্মা। যেভাবে ভালোবাসা-যত্নে একে-অপরকে আগলে রাখেন তাঁরা, তা যেন সম্পর্কের এক নতুন সমীকরণ দেখায়। ক্যানসারকে হারিয়ে ফিরে আসার পর থেকেই মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী। আর তাঁর এক গাল হাসি-মাখা চেহারা খানা নিমেষে ভাইরাল হয়ে যায়।
2/5‘জিয়ন কাঠি’ নায়িকা এবার সোশ্যাল মিডিয়ায় একটা ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি ‘বামা’ সব্যসাচীকে হঠাৎই কোলে তুলে নিয়েছেন। রাস্তা থেকে শূন্যে উঠে গিয়েছে সব্যসাচীর পা-খানা। দু'জনের এই মিষ্টি মুহূর্ত দেখে সোশ্যাল মিডিয়া বলল, ‘মেয়েদের শক্তি এমনিতেই বেশি। আর তুমি তো সবচেয়ে শক্তিশালী। এরকমই ভালো থেকো।’
3/5ক্যানসারকে হারানোর পর কাজে ফিরেছেন ঐন্দ্রিলা। তাঁকে দেখা গিয়েছে ‘দিদি নম্বর ১’-এ। এমনকী, ফোটোশ্যুটও করেছেন। তথাকথিত বড় ছুলের কনের সাজ থেকে এই শ্যুট ছিল এক্কেবারে আলাদা। বরং বলা ভালো আরও বেশি মায়া মাখানো।
4/5ক্লাস ইলেভেনে প্রথম ক্যানসার হয় ঐন্দ্রিলার। যা হয়েছিল বোন ম্যারোতে। চিকিৎসার পর সেরে ওঠেন। দীর্ঘ ৬ বছর কোনও সমস্যা ছিল না। টলিউডে নিজের কেরিয়ারও গড়ে নিয়েছিলেন। তারপর ২০২১-র ফেব্রুয়ারিতে ফের বিপত্তি। এবার ক্যানসার ফুসফুসে। যদিও এখন একদম ঠিক আছেন।
5/5দিদি নম্বর ১’-র মঞ্চেই তিনি জানিয়েছিলেন, এখন পুরো সুস্থ। ফের কেরিয়ার শুরুর ইচ্ছে রয়েছে তাঁর। আর সেটার শুরু করলেন রচনার শো দিয়েই।