কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকর। কিছুদিন আগেই মডেলিং-এর দুনিয়ায় পা রেখেছেন তিনি। এক নামী পোশাকের ব্র্যান্ডের হাত ধরে গুটি গুটি পায়ে গ্ল্যামার জগতে প্রবেশ করেছেন।
1/9লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতন সারা তেন্ডুলকর। বর্তমানে মুম্বইতে পরিবারের সঙ্গে থাকেন। প্রায়ই নিজের ফটোশ্যুটের জন্য নেটমাধ্যমে চর্চায় থেকেন সারা। সম্প্রতি সারার ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (Instagram )
2/9বলিউডে কান পাতলে জোর গুঞ্জন, শীঘ্রই অভিনয় জগতে পা রাখতে পারেন তিনি। ছোটবেলা থেকেই সিনেমা পছন্দ করেন সারা। ভাই অর্জুন তেন্ডুলকরকে কোলে নিয়ে সারার ছোটবেলার এই ছবি। (Instagram )
3/9মা অঞ্জলির সঙ্গে ছোট সারা তেন্ডুলকর। (Instagram )
4/9মা অঞ্জলি তেন্ডুলকর ও বাবা সচিন তেন্ডুলকরের সঙ্গে সারা। (Instagram )
5/9ভাই অর্জুন এবং মা অঞ্জলির সঙ্গে দুষ্টু মিষ্টি মেজাজে সারা। (Instagram )