সোহার ইনস্টাগ্রামের পাতায় ভেসে উঠেছে পতৌদি পরিবারের প্রাক দিওয়ালির ঝলক। সোহা এবং কুণালের জন্য প্রাক-দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন পতৌদি দম্পতি। রইল ছবি-
1/5পতৌদি পরিবারে খুশির দিওয়ালি। গোটা পরিবার যেন এক সুতোয় বাঁধা। যে কোনও অনুষ্ঠানে তাঁদের সকলকে একসঙ্গে দেখা যায়। তেমনি দিওয়ালির আগেও একসঙ্গে জড়ো হয়ে উদযাপন করলেন করিনা কাপুর খান, সইফ আলি খান, সোহা আলি খান এবং কুণাল খেমু। সেই ছবি ভেসে উঠল সোহার ইস্টাগ্রামের পাতায়। (ছবি ইনস্টাগ্রাম)
2/5দাদা সইফ এবং বৌদি করিনার সঙ্গে দিওয়ালি পার্টিতে মেতে উঠলেন সোহা। সঙ্গে রয়েছেন কুণাল খেমুও। সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে সোহা লেখেন, ‘আলো এবং হাসিতে মেতে থাকুন। আপনাকে এবং আপনার প্রিয়জনকে দিওয়ালির অনেক শুভেচ্ছা।’
3/5এ দিন সইফ এবং করিনাকে সম্পূর্ণ কালো পোশাকে দেখা যায়। সইফের পরনে কালো পাঞ্জাবি আর করিনার পরনে কালো কুর্তি। অন্যদিকে সোহা পরেছেন হলুদ রঙের সালোয়ার। কুণালকে কালো কুর্তার উপর কোর্ট পরে দেখে গিয়েছে।
4/5আলোর উৎসবে সকলে একসঙ্গে সামিল হয়েছে। সোহার শেয়ার করা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে রি-শেয়ার করেছেন বেবো।
5/5 সোহা এবং কুণালের জন্য প্রাক-দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন পতৌদি দম্পতি। স্বামী কুণাল খেমুর সঙ্গে এ দিন সেলফি পোস্ট করেন সোহা।