করোনার টিকা নিয়ে বেরনোর পথে ক্যামেরাবন্দি সলমন খান। দেখে নিন ছবি।
1/5শুক্রবার মুম্বইতে এক বেসরকারি হাসপাতালের বাইরে দেখা মিলল সলমন খানের। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন তিনি। মার্চ মাসে নিয়েছিলেন প্রথম টিকা। (ছবি-ইনস্টাগ্রাম) (PTI)
2/5প্রথম থেকেই দেশবাসীকে করোনা টিকা নেওয়ার ব্যাপারে আর্জি জানিয়ে আসছেন সলমন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি বিরাট কোনও বিশেষজ্ঞ নই ঠিকই, কিন্তু আমার বিশ্বাস শেষ পর্যন্ত যদি একটিমাত্র ব্যক্তিও করোনার কবলে পড়ে থাকেন তাহলেও দেশ কোনও দিন করোনা মুক্ত হবে না।’ (ছবি-ইনস্টাগ্রাম) (PTI)
3/5সম্প্রতি সলমন 'করোনা ভ্যাকসিনেশন ড্রাইভ'-এর আয়োজন করারও ইচ্ছে প্রকাশ করেছেন। জানান, নিজের খরচে যদি তিনি পর্যাপ্ত পরিমাণে টিকা জোগার করতে পারেন তবে টিকাকরণের কর্মসূচী আয়োজন করার ইচ্ছে রাখেন। (ছবি-ইনস্টাগ্রাম) (PTI)
4/5সলমনকে হাসপাতাল থেকে বের হতে দেখে অনেকেই উৎসাহী হয়ে পড়েন। আগে থেকে হাসপাতালের বাইরে হাজির ছিলেন পাপারাৎজিরাও। তাদের দ্বারাই ক্যামেরাবন্দি হন তিনি। যদিও অনেক অনুরোধ সত্ত্বেও ফোটোর জন্য পোজ দেননি। সলমনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা একপ্রকার ঘিরে রেখেছিলেন তাঁকে। (ছবি-ইনস্টাগ্রাম) (PTI)
5/5কিছুদিন আগেই সলমন জানিয়েছিলেন তাঁর পরিবারেও থাবা বসিয়েছে করোনা। কোভিড আক্রান্ত হয়েছেন তাঁর দুই বোন অর্পিতা ও আলভিরা। এমনকী, ‘রাধে’ সিনেমা হল থেকে সরিয়ে দেওয়ার অন্যতম কারণ ছিল সলমন চাননি দেশে করোনা ছড়িয়ে পড়ার জন্য পরবর্তীতে কেউ তাঁকে দোষ দিক। সবাইকে এই পরিস্থিতিতে বাড়িতে থাকার পরামর্শই দিয়েছেন। (PTI)