1/8সলমন খানের লাভ লাইফ নিয়ে চর্চার শেষ নেই। লকডাউনও তাঁর ব্যতিক্রম নয়। পানভেল ফার্ম হাউসে আপতত রয়েছেন সলমন। ভাইজানের পরিবারের বেশ কিছু সদস্যের সঙ্গে সেখানে রয়েছেন তাঁর বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্তুরও। (ছবি-ইনস্টাগ্রাম)
2/8ইনস্টাগ্রামে ভীষণ অ্যাক্টিভ সলমনের চর্চিত বান্ধবী। পানভেল ফার্ম হাউসের নানান মুহূর্ত ধরা পড়েছে তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। (ছবি-ইনস্টাগ্রাম)
3/8প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে নিয়েছেন এই রোমানিয় সুন্দরী। (ছবি-ইনস্টাগ্রাম)
4/8সলমনের ঘোড়ার সঙ্গে পোজ দিতে ব্যস্ত তাঁর চর্চিত 'গার্লফ্রেন্ড'। (ছবি-ইনস্টাগ্রাম)