বাংলা নিউজ > ছবিঘর > Salt Lake illegal buildings: সল্টলেকে অবৈধ বাড়ি ভাঙা নিয়ে প্রোমোটারদের কড়া নির্দেশ পুরসভার, ভুগবে আম জনতা

Salt Lake illegal buildings: সল্টলেকে অবৈধ বাড়ি ভাঙা নিয়ে প্রোমোটারদের কড়া নির্দেশ পুরসভার, ভুগবে আম জনতা

সল্টলেকে বেআইনি নির্মাণ ইস্যুতে কলকাতা হাই কোর্ট কড়া ভাষায় নিজের পর্যবেক্ষণ পেশ করেছিল। সেই তিরস্কার হজম করে এবার কড়া পদক্ষেপের পথে বিধাননগর পুরসভা। এর জন্য প্রোমোটারদের নোটিশ পাঠানো হয়েছে। এদিকে এই নির্দেশের জেরে সমস্যায় পড়তে হবে আম জনতাকে।