শুরু হয়ে গিয়েছে সমসপ্তক যোগ। সূর্য ও শনির এই সমসপ্তক যোগের ফলে ৪ রাশিতে সুপ্রভাব পড়তে চলেছে। মূলত, বলা হয়, জ্যোতিষমতে সূর্য ও শনির ছোটখাটো গতিবিধিতেও বড়সড় প্রভাব পড়তে পারে রাশিফলে। দেখে নেওয়া যাক রাশিফল কী বলছে?
1/11জ্যোতিষশাস্ত্র অনুসারে মাত্র ৫ দিনের মধ্যে শনি ও সূর্যের গোচর হয়েছে। জুলাই মাসে শনি ও সূর্য(রবি)র গতিবিধি খুবই গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে দুই গ্রহের গোচর রীতিমতো প্রভাব ফেলতে চলেছে রাশিফলে। ১২ টি রাশিতে কম বেশি প্রভাব ছাড়াও বিশেষ ৪ টি রাশিতে প্রভাব ফেলতে চলেছে।
2/11জ্যোতিষ মতে বলা হয়, যাঁর ভাগ্যে রবি তথা সূর্যের কৃপা রয়েছে, তাঁর ভাগ্য উজ্জ্বল হতে বাধ্য। যাঁর ভাগ্যে রয়েছে শনির কৃপায় বহু ধরনের উন্নতি সাধনের দিকও উঠে আসে। সদ্য এই দুটি রাশির গোচরে জ্যোতিষমতে একাধিক প্রভাব পড়তে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/11১৬ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে সমসপ্তক যোগ। সূর্য ও শনির এই সমসপ্তক যোগের ফলে ৪ রাশিতে সুপ্রভাব পড়তে চলেছে। মূলত, বলা হয়, জ্যোতিষমতে সূর্য ও শনির ছোটখাটো গতিবিধিতেও বড়সড় প্রভাব পড়তে পারে রাশিফলে। দেখে নেওয়া যাক রাশিফল কী বলছে?
4/11মিথুন-সমসপ্তক যোগ মিথুন রাশির জাতক জাতিকার জন্য খুবই ভাল দিন নিয়ে আসছে। এই সময় জাতক জাতিকাদের আর্থিক লাভ তুঙ্গে থাকবে। ফিরবে সৌভাগ্য। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আর কোন কোন সুফল আসতে পারে দেখে নেওয়া যাক।
5/11মিথুন রাশিতে সমসপ্তক যোগের প্রভাব- বেতন বেড়ে যাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। এই সময়কালে বাড়বে মুনাফা। বিনিয়োগে হবে লাভ। সঞ্চয়ের জন্য ভাল সময়। (ছবিটি প্রতীকী)
6/11কর্কট-কর্কট রাশির জাতক জাতিকারা সমসপ্তক যোগের ফলে ব্যবসায়ে আরও বেশি লাভ করতে চলেছেন। সরকারি চাকুরিজীবীদের জন্য ভাল সময়।ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
7/11কর্কট রাশিতে সমসপ্তক যোগের প্রভাব- সমসপ্তক যোগের ফলে কর্কট রাশিতে সুপ্রভাব পড়তে চলেছে। আয়ে বৃদ্ধি দেখতে পাবেন জাতক জাতিকারা। অন্যদিকে যাঁরা অনেকদিন ধরে চাকরির সন্ধানে রয়েছেন, তাঁরা এবার নতুন সুযোগ পেতে চলেছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
8/11তুলা- নতুন করে চাকরি পেতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা। সময় শুরু হয়ে গিয়েছে। ১৬ জুলাই থেকে দুই গ্রহের রাশি পরিবর্তনের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হতে চলেছেন।
9/11তুলা রাশিতে সমসপ্তক যোগের প্রভাব- নতুন চাকরির সন্ধান ছাড়াও মিলতে পারে কাজের জায়গায় সাফল্য। বাড়তে পারে আয়। কেরিয়ারের জন্য এই সময় খুবই ভাল। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত , তাঁরাও দেখতে চলেছেন লাভের মুখ।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
10/11মীন- সূর্য ও শনির সমসপ্তক যোগের প্রভাবে মীন রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন। তাঁরা কেরিয়ারে পেতে পারেন সাফল্য। এছাড়া একাধিক দিক থেকে লাভবান হতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা।
11/11মীন রাশিতে সমসপ্তক যোগের প্রভাব- যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা এই সময় লাভবন হতে পারেন। আসতে পারে সুখবর। বহু চেষ্টার ফসল এই সময় পেতে পারেন।(PTI Photo) প্রতীকী ছবি।