সঞ্জনার নতুন লুক ঘিরে চর্চা নেটদুনিয়ায়। নতুন ফটোশ্যুটে নেটমাধ্যমে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন নায়িকা। নতুন ছবি ‘ওম: দ্য ব্যাটেল উইদিন’-এর প্রচারে ব্যস্ত সঞ্জনা সাংঘি-
1/7অভিনেত্রী সঞ্জনা সাংঘি। ২০২০ সালে বলিউডে ডেবিউ করেন তিনি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘দিল বেচেরা’ ছবি দিয়ে বলিউডে পথচলা শুরু তাঁর। ১ জুলাই মুক্তি পেয়েছে সঞ্জনা অভিনীত ছবি ‘ওম: দ্য ব্যাটেল উইদিন’। আদিত্য রয় কাপুরের বিপরীতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আপাতত ছবির সফলতায় ভাসছেন সঞ্জনা। (Instagram/@sanjanasanghi96)
2/7সঞ্জনা ফ্যাশন ডিজাইনার তাতিয়ানা ট্রেটিয়াকের পোশাকে সম্প্রতি ধরা দিয়েছেন। ধবধবে সাদা পোশাকে বেশ বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। নতুন ছবি ‘ওম: দ্য ব্যাটেল উইদিন’-এর প্রচারে ব্যস্ত তিনি। (Instagram/@sanjanasanghi96)
3/7ডিপ নেকলাইন, ফুলহাতা, হাই ওয়েস্ট পেনসিল কাট স্কার্টে ধরা দেন সঞ্জনা। নতুন ছবির প্রচারে এই লুকে ধরা দিয়েছেন তিনি। (Instagram/@sanjanasanghi96)