ঠাকুমা, ঠাকুরদা, বাবা- তিন জনেই বলিউডের আইকন। পরিবারের রয়েছে রাজনৈতিক যোগও, চিনতে পারছেন এই সুন্দরীকে?
1/5কালো মনোকিনি,কিংবা লাল রঙা স্নান পোশাক- খোলামেলা ছবিতে নেটপাড়ায় ঝড় তুলছেন এই গ্ল্যামারাস স্টার কিড। তাঁর রূপের আগুনে পুড়ছে সোশ্যাল মিডিয়া। চিনতে পারলেন?
2/5এই সুন্দরী আর কেউ নন, দত্ত পরিবারের মেয়ে। অভিনেতা সঞ্জয় দত্ত ও তাঁরপ্রথম স্ত্রী রিচা শর্মার সন্তান ত্রিশলা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সেনসেশন তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
3/5নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই রাখঢাক রাখেন না ত্রিশলা। প্রেম হোক বা ব্রেক আপ- সবকিছু নিয়েই সপাট জবাব দেন। তবে বলিউডের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলেন। মাথায় টিউমারের দরুন ১৯৯৬ সালে মারা যান রিচা। এরপর দাদু-দিদিমার সঙ্গে আমেরিকায় থাকেন ত্রিশলা।(ছবি-ইনস্টাগ্রাম)
4/5সম্প্রতি বারবাডোজ থেকে এই সুপারহট মিরর সেলফি পোস্ট করেছেন ত্রিশলা। কালো রঙা মনোকিনি, মাথায় টুপি দিয়ে ঢাকা মুখ আর ক্যাপশনে লেখা- ‘একটা ব্রেক প্রয়োজন’।
5/5সঞ্জয় দত্তের কন্যা একজন পেশাদার সাইকোথেরাপিস্ট। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই মানসিক অবসাদ বা ডিপ্রেশন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির কাজ করেন তিনি।