সঞ্জয় রাউত তাঁর চিঠিতে জানিয়েছেন, যবে থেকে মহারাষ্ট্রে বিজেপির জোট ছেড়ে শিবসেনা সরকার গড়েছে তবে থেকেই শিবসেনা সাংসদদের টার্গেট করা হচ্ছে।
1/6দেশের পাঁচ রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে লেখা এক চিঠিতে কার্যত বিজেপিকে একহাত নিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্রের দাপুটে এই নেতা তাঁর চিঠিতে কার্যত ৫ টি অভিযোগ তুলে বোমা ফাটিয়েছেন! তিনি ও তাঁর সহযোগীরা কিভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দ্বারা হেনস্থার শিকার হচ্ছেন তা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এই সমস্ত অভিযোগ তুলেছেন তিনি।(ছবি সৌজন্যে এএনআই) (PTI)
2/6নিজের চিঠিতে সঞ্জয় রাউত জানিয়েছেন, বেশ কয়েকজন উদ্ধব সরকারকে ফেলতে তাঁর কাছে সাহায্যের চাহিদা রেখেছিলেন, আর তাঁদের কথায় কর্ণপাত না করাতেই তাঁর ঘনিষ্ঠদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত তাঁর চিঠিতে জানিয়েছেন, যবে থেকে মহারাষ্ট্রে বিজেপির জোট ছেড়ে শিবসেনা সরকার গড়েছে তবে থেকেই শিবসেনা সাংসদদের টার্গেট করা হচ্ছে। এর নেপথ্যে সরাসরি বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ সঞ্জয় রাউতের। সৌজন্য-PTI (PTI)
3/6সঞ্জয় রাউত তাঁর অভিযোগে জানিয়েছেন, একমাস আগে মিড টার্ম নির্বাচনের ষড়যন্ত্র করে উদ্ধব সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন কয়েকজন। তাঁরা সঞ্জয় রাউতের কাছে সাহায্যের প্রার্থনা করেন। সঞ্জয় রাউতের দাবি, সাহায্য না করলে করুণ পরিণামেরও হুমকি দেওয়া হয় তাঁকে। (হিন্দুস্তান টাইমস আর্কাইভ) (PTI)
4/6চিঠিতে রাউত দাবি করেছেন, তাঁকে হুমকি দিয়ে বলা হয়েছিল যে প্রাক্তন রেলমন্ত্রীর মতো তাঁকেও জেলে ভরা হবে। সঞ্জয় রাউতের দাবি, তাঁর পরিবারের লোকজনকেও হেনস্থা করা শুরু হয়েছে। এপ্রসঙ্গে আলিবাগের ১ একর জমি সংক্রান্ত ইস্যুতে সঞ্জয় রাউত বলেন, ওই জমি ১৭ বছর আগে কেনা হয়েছিল। এখন যিনি ওই দমি বিক্রি করেছিলেন তাঁদের পরিবারের লোকজনকেও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ রাউতের। (HT PHOTO) (PTI)
5/6শিবসেনা নেতা সঞ্জয় রাউতের অভিযোগ, তাঁর মেয়ের বিয়েতে যাঁরা ভেন্ডর হিসাবে কর্মরত ছিলেন তাঁদেরও প্রবল পরিমাণে হেনস্থা করা শুরু হয়েছে। তাঁর আরও অভিযোগ, তাঁর সঙ্গে জড়িত এক মামলায় ২৮ জনকে বেআইনিভাবে তুলে নিয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। একধাপ এগিয়ে রাউতের অভিযোগ, কোনও এক সাংসদ ওই ২৮ জনকে নগদ টাকা দিয়ে বিবৃতি দেওয়ার কথাও বলেছেন। (PTI)
6/6চিঠিতে সঞ্জয় রাউত অভিযোগ করেন, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বর্তমানে 'তাদের রাজনৈতিক প্রভুদের পুতুল' হয়ে গিয়েছে। তাঁর অভিযোগ বহু ইডি কর্মীরাও এটা স্বীকার করেছেন যে,তাঁদের যেমন বলা হচ্ছে তেমনই করছেন তাঁরা। আর এসবের নেপথ্য টার্গেট শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, এই দাবি খোদ বেঙ্কাইয়া নাইডুকে লেখা চিঠিতে করেছেন শিবসেনার এই নেতা। ছবি সৌজন্য-PTI (PTI)