বাংলা নিউজ > ছবিঘর > জন্মদিনে করোনা কাঁটা:'চারু' দেবচন্দ্রিমার জন্য আবেগঘন বার্তা বয়ফ্রেন্ড সায়ন্তর

জন্মদিনে করোনা কাঁটা:'চারু' দেবচন্দ্রিমার জন্য আবেগঘন বার্তা বয়ফ্রেন্ড সায়ন্তর

সাঁঝের বাতির চারু মানে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিং রায় বাস্তব জীবনে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা সায়ন্ত মোদকের সঙ্গে।২৯ মার্চ নায়িকার জন্মদিন। তবে সব প্ল্যান ভেস্তে দিল করোনা। তাই বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াতেই মনের অনুভূতি ব্যক্ত করল প্রেমিক।