India vs England 4th T20I- প্রথম ওভারেই মেডেনসহ ৩ উইকেট সাকিবের! ধোঁয়া দেখিয়ে ফেরালেন সঞ্জু, তিলক, সূর্যকে! চাপে ভারত
Updated: 31 Jan 2025, 08:12 PM ISTভারতের বিপক্ষে চতুর্থ টি২০ ম্যাচে পুণের মাঠে দুর্ধর্ষ বোলিং করলেন ইংল্য়ান্ডের পেসার শাকিব মাহমুদ। তাঁর আগুনে বোলিংয়ের সামনে দুই ওভারের মধ্যেই ভারতের তিনটি উইকেটের পতন হয়। কার্যত হারের প্রহর গোনা শুরু হয়ে গেছিল টিম ইন্ডিয়ার। এরপর অবশ্য অভিষেক শর্মা, রিঙ্কু সিংরা দলের হাল তখনকার মতো ধরেন।
পরবর্তী ফটো গ্যালারি