1/6ইন্দোরে ভিকি কৌশলের সঙ্গে ছবির শ্যুট সেরেই ভ্যাকেশন মুডে সারা আলি খান। ভাই ইব্রাহিম আলি খান ও বন্ধুদের নিয়ে ভূস্বর্গে ছুটির মেজাজে ধরা দিলেন অভিনেত্রী।
2/6শুক্রবার রাতে একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নেন সারা আলি খান। এর আগেরবার মা অমৃতা সিংকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে। সেবারেও সাথে ছিল ভাই। ভাই-বোনের এই জুটি বড়ই প্রিয় নেট-নাগরিকদের।
3/6সকলে মিলে তাঁদের স্নো ম্যান বানাতে দেখা গেল। বরফে ঘেরা পাহাড়, পাইন বনকে পিছনে রেখে গ্রুপ ফোটোও তুলেছেন তাঁরা।
4/6ইব্রাহিমের এই ছবিটা দেখে ভাষা হারিয়েছেন তাঁর মহিলা অনুরাগীরা। প্রসঙ্গত, করণ জোহরের পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে তাঁকে সহ-পরিচালকের ভূমিকায় দেখা যাবে। পরে অভিনয় না পরিচালনাকে পেশা বানাতে চান ইব্রাহিম সেটা অবশ্য এখনও খোলসা করেননি।
5/6ভাইয়ের স্কি করার এই ভিডিয়োও ইনস্টায় পোস্ট করতে দেখা গেল সারাকে।
6/6নিজের ইনস্টা স্টোরিতে এই ছবি দুটো শেয়ার করেছেন সারা। যেখানে দেখা যাচ্ছে বর্তমানে কাশ্মীরের তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রি। এত কনকনে ঠান্ডায় নাক লাল তো হবেই। হট কোকো খেয়ে গা গরম করার ছবিও দিলেন ‘কেদারনাথ’ নায়িকা।