Saraswati Puja 2023 Weather Update: আগামী ২৬ জানুয়ারি সরস্বতী পুজো পড়েছে। সেদিন আবহাওয়া কেমন থাকবে, সরস্বতী পুজোয় এবার কি শাড়ি ও পঞ্জাবির সঙ্গে জ্যাকেট-সোয়েটার পরতে হবে কিনা, সেই বিষয়টি জানাল আলিপুর আবহাওয়া দফতর -
1/5আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘প্রথম ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। যেমন তাপমাত্রা আছে, সেরকমই থাকবে। কিন্তু পরবর্তী চারদিন রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5কেন সেই পরিস্থিতি হবে, তাও ব্যাখ্যা করেছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা। তিনি বলেন, ‘শুক্রবার (২০ জানুয়ারি) খুব জোরালো পশ্চিমী ঝঞ্জা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে। সেইসঙ্গে বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে আমাদের এখানে উত্তর-পশ্চিমী বায়ুর গতি রুদ্ধ হয়ে যাবে। (পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে) যা হাওয়া ঢুকবে, তা সমুদ্রের দিক থেকে ঢুকবে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5আপাতত পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। সেটা খুব সামান্য হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5সরস্বতী পুজোয় (২৬ জানুয়ারি) আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন, রবিবার (২২ জানুয়ারি) থেকে রাজ্যে তাপমাত্রা অনেকটা বাড়বে। ঠান্ডা কমবে। সোমবার (২৩ জানুয়ারি) এবং বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঠান্ডা কম থাকার সম্ভাবনাই বেশি। অর্থাৎ সরস্বতী পুজোয় জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই এবং পিটিআই)