কালো তিল এই শনিবার দিন একেবারেই কিনবেন না, পরামর্শ বাস্তুশাস্ত্রের। বলা হচ্ছে, শুধু তাই নয়, শনিবার কালো তিল সেবন করাও সংসারের পক্ষে খুব একটা ভালো নয়। এছাড়াও আর্থিক কষ্ট দূর করার জন্যও রয়েছে শনিবার সন্ধ্যেয়ে বেশ কিছু উপায়।
1/5শনিবার দিনটিকে বিশেষভাবে শনিদেবের কৃপাধন্য বলে মনে করা হয় হিন্দুশাস্ত্রমতে। জ্যোতিষমতে এমন দিনে বিশেষ বেশ কিছু উপায়ে শনিদেবকে তুষ্ট করার কথা বলা হয়। এদিকে, বাস্তুশাস্ত্র মতে শনিদেবকে তুষ্ট করে আর্থিক উন্নতিরও উপায় রয়েছে এই শনিবার দিনটিতেই। দেখে নেওয়া যাক, কোন কোন উপায়ে শনিবার আর্থিক সমস্যা দূর করে ঘরে সুখ, শান্তি প্রতিষ্ঠা করা যায়।
2/5আর্থিক সমস্যা দূর করার উপায়- বহুদিন ধরে কি আর্থিক সমস্যায় ভুগছেন? অর্থকষ্ট কি পিছু ছাড়ছে না? আর্থিক যেকোনও সমস্যা দূর করতে শনিবার সন্ধ্যেয়ে অশ্বত্থ গাছের নিচে রাখুন একটি চৌকোণা প্রদীপ। এতেই আর্থিক সমস্যার সমাধান হবে বলে মত বাস্তুশাস্ত্রবিদদের।
3/5শনিবার এই কাজ করবেন না- শনিবার দিন বিশেষত বেলা ১২ টার পর কোনও মতেই চুল বা নখ কাটা ঠিক নয় বলে মত বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের। এছাড়াও এমন দিনে সন্তানের পড়াশোনা সম্পর্কিত কোনও জিনিস না কেনা ভালো। বলা হচ্ছে, এমন দিনে নুন কিনলেও তা ঘর,সংসারের জন্য খুব একটা সুখকর বিষয় নয়।
4/5করুন এই দান- মনে করা হয়, শনিবার তিল, সরষের তেল, কালো ডাল, দান করা খুবই শুভ। এই জিনিসগুলি শনিবার কিনে বাড়ি আনলে তা আবার শুভ ফল দেয়না। ফলে সংসারে মান, সম্মান ও উন্নতিতে এই সমস্ত জিনিস দান করা খুবই শুভ ফলদায়ক।
5/5কালো তিল: কালো তিল এই শনিবার দিন একেবারেই কিনবেন না, পরামর্শ বাস্তুশাস্ত্রের। বলা হচ্ছে, শুধু তাই নয়, শনিবার কালো তিল সেবন করাও সংসারের পক্ষে খুব একটা ভালো নয়। এতে সংসারে শনিদেবের কৃপা বর্ষণ হয় না। (এই তথ্য সম্পূর্ণ মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)