Saturn Transit 2023 in Kumbh: জ্যোতিষশাস্ত্রে শনিকে গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। যে গ্রহ মঙ্গলবার (১৭ জানুয়ারি) কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। শনির গোচরের ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই কুম্ভ রাশিতে প্রবেশ করবেন কর্মফলদাতা শনিদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামিকাল (মঙ্গলবার, ১৭ জানুয়ারি) শনির গোচর হবে। যা জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। ৩০ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শনি।
2/5মিথুন রাশি- কুম্ভ রাশিতে শনির গোচরের ফলে মিথুন রাশির জাতকরা লাভবান হবেন। শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন মিথুন রাশির জাতকরা। ভাগ্যের পুরো সহায়তা পাবেন। যেরকম কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।
3/5ধনু রাশি- শনির গোচরের ফলে ধনু রাশির জাতকরা লাভবান হবেন। ধনু রাশির জাতকরা শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন। ধনু রাশির যে স্থানে শনির গোচর হবে, তা অর্থের স্থান হিসেবে বিবেচনা করা হয়। তাই শনির গোচরের ফলে ধনু রাশির জাতকদের অর্থের অভাব হবে না। বিনিয়োগ করলে লাভবান হবেন।
4/5মকর রাশি- কুম্ভ রাশিতে শনির গোচরের ফলে মকর রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে। অর্থের অভাব হবে না। আর্থিক দিক থেকে আপনার অবস্থা ভালো হবে। চাকরি সন্ধানে থাকলে এবার সুখবর পেতে পারেন। যে মকর রাশির জাতকরা অবিবাহিত, তাঁরা বিয়ের প্রস্তাব আসতে পারে।
5/5কুম্ভ রাশি- কুম্ভ রাশিতেই শনি প্রবেশ করবেন। তার ফলে কুম্ভ রাশির জাতকরা লাভবান হবেন। তাঁদের জীবনে উন্নতির জোয়ার আসবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কুম্ভ রাশিতে জাতকদের জীবনে সাড়েসাতির দ্বিতীয় পর্যায় শুরু হবে। তার ফলে তাঁদের ভালো সময় শুরু হতে চলেছে। যে কোনও কাজে সাফল্য লাভ করবেন।