বাংলা নিউজ >
ছবিঘর >
Shani Gochar 2022: ২৪ ঘণ্টা পর শনির সাড়ে সাতি, ঢাইয়া থেকে মুক্তি পাচ্ছেন কারা? রাশিফলে জানুন সুখবর
Shani Gochar 2022: ২৪ ঘণ্টা পর শনির সাড়ে সাতি, ঢাইয়া থেকে মুক্তি পাচ্ছেন কারা? রাশিফলে জানুন সুখবর
Updated: 28 Apr 2022, 05:48 PM IST
লেখক Sritama Mitra
৩০ এপ্রিল সূর্যগ্রহণের ছিক আগের দিন ২৯ এপ্রিল শনির গোচর রয়েছে। এরফলে ১২ টি রাশিতে বিভিন্নরকমের প্রভাব পড়তে চলেছে। যার জেরে বহু ধরনের সমস্যা যেন বিভিন্নজনের জীবনে আসবে, তেমনই বহু সমস্যা আবার নিজের মতো করে কেটেও যাবে। দেখে নেওয়া যাক রাশিফল।
1/14৩০ বছর পর নিজের প্রিয় ত্রিকোণ গ্রহে প্রবেশ করছে শনিদেব। রাত পোহালেই ২৯ এপ্রিল এই বিশেষ পর্ব শুরু হবে। জ্যোতিষ মতে এই ঘটনা একাধিক রাশির জীবনে এক একরকের প্রভাব ফেলবে। রাশিচক্রের ১২ টি রাশিতেই বিশেষ ধরনের প্রভাব ফেলবে শনির গোচর। শনি সদ্য কুম্ভে প্রবেশ করতে চলেছে। যার প্রভাবে কেউ পাবেন বাড়িগাড়ি, কেউবা আর্থিক দিক থেকে সংকটে পড়বেন। এছাড়াও শনির গোচরের ফলে কোন কোনও রাশি সাড়ে সাতি ও ঢাইয়া থেকে মুক্তি যেমন পাবে, তেমনই বহু রাশি সাড়ে সাতি ও ঢাইয়াতে প্রবেশ করতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/14দু'ভাগে হবে শনির গোচর- ২৯ এপ্রিল থেকে ৪ জুন পর্যন্ত শনি কু্মবে থাকবে। এরপর ৪ থেকে ১২ জুলাই পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। ১৩ জুলাই ফের মকরে প্রবেশ করবে। ২০২৩ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত সে সেখানেই থাকবে। দেখা যাক ২৯ এপ্রিলের শনির গচরে সাড়েসাতি, ঢাইয়া থেকে মুক্তি পাচ্ছে কোন কোন রাশি। (ছবিটি প্রতীকী)
3/14মেষ- পাবেন নতুন সম্মান ও পদ। আয়ের নতুন উৎস খুলে যাবে। (ছবিটি প্রতীকী)
4/14বৃষ-কিনতে পারেন গাড়ি। নতুন বাড়ির জন্য কেনা হতে পারে জমি জায়গা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন।(ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/14মিথুন-খুব উপকারি কিছু স্থানান্তরণ হতে পারে। বহু সংঘর্ষের পর সাফল্য আসবে। শনির ঢাইয়া থেকে মুক্তি। (ছবিটি প্রতীকী)
6/14কর্কট-অনাবশ্যক খরচা বাড়বে। স্ত্রীর স্বাস্থ্য প্রভাবিত করতে পারে আপনার জীবন। শুরু হচ্ছে শনির ঢাইয়া। (ছবিটি প্রতীকী)