ফিক্সড ডিপোজিটের হারে সেভিংস অ্যাকাউন্টে সুদ দিচ্ছে দেশের এই ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি। এর মধ্যে সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ ৭.৫ শতাংশ হারে সুদ দেয় উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। তাছাড়া আরও আটটি ব্যাঙ্ক ৭ শতাংশ হারে সেভিংস দিয়ে থাকে আমানতকারীদের। তবে এর জন্য অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে।
1/5উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক – দেশে সর্বোচ্চ ৭.৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে এই ব্যাঙ্ক। আমানতকারীর অ্যাকাউন্টে ২৫ লাখ থেকে ২ কোটি পর্যন্ত টাকা থাকলে এই হারে সুদ পাওয়া যায়। তাছাড়া অ্যাকাউন্টে এক লক্ষ এক থেকে পাঁচ লক্ষ টাকা থাকলে এই ব্যাঙ্কে মিলবে ৬ শতাংশ সুদ। গত ১ নভেম্বর থেকে এই সুদের হার প্রযোজ্য হয়েছে।
2/5ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক - এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়। আমানতকারীর অ্যাকাউন্টে ৫ লাখ থেকে ৫ কোটি এবং ৩০ কোটি টাকার বেশি থাকলে এই হারে সুদ পাওয়া যায়। গত ৯ নভেম্বর থেকে এই সুদের হার প্রযোজ্য হয়েছে।
3/5ডিসিবি ব্যাঙ্ক – এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়। আমানতকারীর অ্যাকাউন্টে ২৫ লাখ থেকে ২ কোটি পর্যন্ত টাকা থাকলে এই হারে সুদ পাওয়া যায়। গত ২২ অগস্ট থেকে এই সুদের হার প্রযোজ্য হয়েছে।
4/5এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক - এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়। আমানতকারীর অ্যাকাউন্টে ২৫ লাখ থেকে ১ কোটি পর্যন্ত টাকা থাকলে এই হারে সুদ পাওয়া যায়। গত ১০ অক্টোবর থেকে এই সুদের হার প্রযোজ্য হয়েছে।
5/5এছাড়া বন্ধন ব্যাঙ্ক, সিএসবি ব্যাঙ্ক এবং আরবিএল ব্যাঙ্কে সর্বোচ্চ ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয় সেভিংস অ্যাকাউন্টে। এদিকে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইন্দাসইন্ড ব্যাঙ্কে সর্বোচ্চ ৬ শতাংশ হারে সুদ দেওয়া হয় সেভিংস অ্যাকাউন্টে।