ভারতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে আরবিআই গত এক বছরে পাঁচ দফায় রেপো রেট বাড়িয়েছে। ২০২২ সালের মে মাস থেকে এখনও পর্যন্ত ২২৫ বেসিস পয়েন্ট বা ২.২৫ শতাংশ বাড়ানো হয়েছে রেপো রেট। রেপো রেটের এই বৃদ্ধির পরই দেশের বেশিরভাগ ব্যাঙ্কও ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হার বাড়িয়েছে একাধিকবার। এই আবহে সম্প্রতি ফেডারেল ব্যাঙ্কও সুদের হার বাড়িয়েছে।
1/4ফেডারেল ব্যাঙ্কের সুদের হার বৃদ্ধির ফলে গ্রাহকরা তাদের আমানতের ওপর আগের চেয়ে অনেকটাই বেশি হারে সুদ পাবেন। ফেডারেল ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্ট এবং ২ কোটি টাকার কম পরিমাণের স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। বর্ধিত নতুন সুদের হার ১৬ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।
2/4সুদের হার বৃদ্ধির পর ফেডারেল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার কম আমানতে ৩.২ শতাংশ হারে সুদ দিচ্ছে। একই সঙ্গে ব্যাঙ্কের তরফে ৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার কম আমানতে ৩.১৫ শতাংশ এবং ৫০ লক্ষ থেকে ৫ কোটি টাকার কম আমানতের উপর ৩ শতাংশ হারে সুদ দিচ্ছে। অন্যদিকে, ব্যাঙ্ক ১ লক্ষ টাকার কম আমানতের উপরও ৩.২ শতাংশ হারে সুদ দিচ্ছে।
3/4অন্যদিকে ব্যাঙ্ক এফডি রেট বৃদ্ধির পর ৭ থেকে ২৯ দিনের এফডিতে ৩ শতাংশ, ৩০ দিন থেকে ৪৫ দিনের এফডিতে ৩.২৫ শতাংশ, ৪৫ দিন থেকে ৬০ দিনের এফডিতে ৪ শতাংশ, ৬১ থেকে ৯০ দিনের এফডিতে ৪.২৫ শতাংশ, ৯১ দিন থেকে ১২০ দিনের এফডি-তে ৪.৫ শতাংশ, ১২০ দিন থেকে ১৮০ দিনের এফডি-তে ৪.৭৫ শতাংশ, ১৮১ দিন থেকে ২৭০ দিনের এফডি-তে ৫.৭৫% এবং ২৭১ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে ৬ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে।
4/4অন্যদিকে, ১ বছরের এফডি-তে ৬.৭৫ শতাংশ, ১ বছরের বেশি এবং ১৮ মাসের কম এফডি-তে ৬.৬ শতাংশ, ১৮ মাস থেকে ২ বছরের এফডি-তে ৭.২৫ শতাংশ, ২ বছরের বেশি এবং ৩ বছরের কম এফডি-তে ৬.৭৫ শতাংশ, ৩ বছরের বেশি এবং ৫ বছরের কম সময়ের এফডি-তে ৬.৭৫ শতাংশ, ৫ বছর থেকে ২২২১ দিনের এফডি-তে ৬.৩ শতাংশ, ২২২২ দিনের এফডি-তে ৬.৪ শতাংশ এবং ২২২৩ দিন বা তার বেশি সময়ের এফডি-তে ৬.৩ শতাংশ সুদ দিচ্ছে ফেডারেল ব্যাঙ্ক।