বাংলা নিউজ >
ছবিঘর >
Lucky Zodiac Signs in Sawan Astrology 2022 : শ্রাবণ শিবরাত্রির বিশেষ যোগে ভাগ্য খুলবে ৩ রাশির! জ্যোতিষ গণনা কী বলছে
Lucky Zodiac Signs in Sawan Astrology 2022 : শ্রাবণ শিবরাত্রির বিশেষ যোগে ভাগ্য খুলবে ৩ রাশির! জ্যোতিষ গণনা কী বলছে
Updated: 25 Jul 2022, 10:17 AM IST
লেখক Sritama Mitra
২০২২ সালের ২৬ জুলাই মঙ্গলবার যদি মঙ্গলাগৌরীর ব্রত ...
more
২০২২ সালের ২৬ জুলাই মঙ্গলবার যদি মঙ্গলাগৌরীর ব্রত করা যায় তাহলে তার লাভ পেতে চলেছেন একাধিক রাশির জাতক জাতিকারা। মনে করা হয়, এই ব্রত করলে দেবী গৌরীর কৃপা পাওয়া যাবে। শ্রাবণে যদি কোনও মনষ্কামনা থাকে, তাহলে তা পূর্ণ হয় এই বিশেষ ব্রত করলে।
1/11শ্রাবণ মাসের দ্বিতীয় মঙ্গলবার অর্থাৎ ২৬ জুলাই জ্যোতিষ মতে একটি শুভ দিন। এমন দিনে বিশেষ এক যোগ দেখা যাচ্ছে। জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, এই দিন বজরংবলীর পুজো হলেও দেবাদিদেব শিবেরও কৃপা পেতে শুরু করবেন জাতক জাতিকারা।
2/11২০২২ সালের ২৬ জুলাই মঙ্গলবার যদি মঙ্গলাগৌরীর ব্রত করা যায় তাহলে তার লাভ পেতে চলেছেন একাধিক রাশির জাতক জাতিকারা। মনে করা হয়, এই ব্রত করলে দেবী গৌরীর কৃপা পাওয়া যাবে। শ্রাবণে যদি কোনও মনষ্কামনা থাকে, তাহলে তা পূর্ণ হয় এই বিশেষ ব্রত করলে।
3/11মঙ্গলবার মঙ্গলা গৌরীর পুজো করলে বৈবাহিক জীবনে আসে ব্যাপক উন্নতি। এছাড়াও শ্রাবণের শিবরাত্রির বিশেষ যোগ এই দ্বিতীয় মঙ্গলবারে দেখা যেতে চলেছে। ফলে বজরংবলীর আশীর্বাদও দেবী গৌরীর সঙ্গে পাবেন জাতক জাতিকারা। বলছে জ্যোতিষমত।
4/11শ্রাবণের ২৬ জুলাইয়ের মঙ্গলবার নিষ্ঠা ভরে বজরংবলীর পুজো করলে তা দিতে পারে শুভ সংকেত। এতে বিভিন্ন অমঙ্গল দূর হতে পারে। আসতে পারে শুভ সময়। তারই সঙ্গে তিনটি রাশিতে এর প্রভাবও বেশ তাৎপর্যপূর্ণ।
5/11বৃষ-জ্যোতিষমত অনুসারে শ্রাবণের দ্বিতীয় মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই রাশির জাতক জাতিকারা শ্রাবণের দ্বিতীয় মঙ্গলবার আলাদা করে আশীর্বাদ ধন্য হয়ে উঠতে থাকবেন।
6/11বৃষ রাশিতে দেবতার কৃপা-বৃষ রাশির জাতক জাতিকারা যদি মঙ্গলবার বজরংবলীর পুজো করেন তাহলে পেতে পারেন অর্থ সুখ। কেরিয়ারে হবে উন্নতি। মনের প্রতিটি ইচ্ছা পূরণ হবে বলে মত জ্যোতিষবিদদের।
7/11তুলা-হনুমানজির কৃপায় তুলা রাশির জাতক জাতিকারা মঙ্গলবার কোনও শুভ খবর পেতে চলেছেন। শাস্ত্র মতে হনুমানজির পূজা অর্চনা যাঁরা করেন তাঁদের ওপর শনিদেবের অশুভ প্রভাবও পড়ে না।(ছবিটি প্রতীকী, দীপক সান্তা/হিন্দুস্তান টাইমস)
8/11তুলা-হনুমানজির কৃপায় তুলা রাশির জাতক জাতিকারা মঙ্গলবার কোনও শুভ খবর পেতে চলেছেন। শাস্ত্র মতে হনুমানজির পূজা অর্চনা যাঁরা করেন তাঁদের ওপর শনিদেবের অশুভ প্রভাবও পড়ে না।(PTI Photo) প্রতীকী ছবি।
9/11তুলা রাশিতে দেবতার কৃপা- শ্রাবণের শিবরাত্রির বিশেষ যোগে মঙ্গলবার বজরংবলীর পুজো করলে জীবনে আসবে সমৃদ্ধি। শুভ সময় দেখতে পাবেন জাতক জাতিকারা।
10/11মকর-মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় নিয়ে আসতে চলেছে মকর রাশি। মনে করা হচ্ছে এই রাশির জাতক জাতিকারা যদি হনুমানজির পুজো করেন তাহলে আসতে বাধ্য শুভ সময়। (সুযোগ এবং চ্যালেঞ্জ) জন্য প্রস্তুত হতে পারেন।
11/11মকর রাশিতে দেবতার কৃপা-বিভিন্ন সংকটের মধ্যে দিয়ে যদি এই সময়কালে চলেন,তাহলে তা থেকে মুক্তি দিতে পারেন সংকটমোচন বজরংবলী। বজরংবলীর কৃপায় মকর রাশিতে শুভ সময় শুরু হতে চলেছে এখন। জীবনে বাধা বিপত্তি কেটে আসবে ভাল সময়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)