2/7মিঠুন চক্রবর্তীর পর ছবির ডায়লগেই বাঁকুড়াবাসীর মন জয়ের ‘খেলা শুরু’ করলেন সান্তিকা। মঙ্গলবার প্রচারের ফাঁকে ‘আওয়ারা’ ছবির ডায়লগে টুইস্ট দিয়ে বললেন- ‘মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, BJP তাড়াতাড়ি পাততাড়ি গুটিয়ে এখান থেকে যা’।
3/7মঙ্গলবার প্রচার শুরুর আগেই চকবাজারে মা মহামায়া মন্দিরে আর্শীবাদ নিতে যান নায়িকা। মায়ের মন্দিরে গিয়ে আবেগঘন সায়ন্তিকা কেঁদে ভাসালেন। সঙ্গে হাজির ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
4/7তারকা প্রার্থীকে এক ঝলক দেখতে ভিড় জমিয়ে ছিলেন বাঁকুড়াবাসী। এদিন সায়ন্তিকার দেখা মিলল সাদা সায়োলার কামিজ ও সবুজ দুপাট্টায়। হাত নেড়ে, ফ্লায়িং কিস ছুঁড়ে সৌজন্য বিনিময় করলেন টলি নায়িকা।
5/7এদিন বাঁকুড়া শহরের রামপুর তল্লাটে গিয়ে দেখা করেন প্রয়াত তৃণমূল বিধায়ক কাশীনাথ মিশ্রর স্ত্রী মিনতি মিশ্রর সঙ্গেও দেখা করেন সায়ন্তিকা।
6/7সবার আর্শীবাদ নিয়েই এগোতে চান সায়ন্তিকা। বাঁকুড়ার বিদায়ী বিধায়ক শম্পা দরিপার সঙ্গেও দেখা করতে চান নায়িকা।