স্থির আয়ের জন্য বেশ কিছু ভালো ভালো স্কিম রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই)। এরকমই একটি স্কিম হল এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিম। এই স্কিমে এককালীন টাকা জমা দিলেই প্রতি মাসে সুদসহ আয়ের নিশ্চয়তা রয়েছে।
1/6এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিমের সুবিধা পেতে হলে গ্রাহককে প্রতি মাসে প্রিন্সিপাল অর্থের সাথে সুদ দেওয়া হয়। এই সুদ অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স অ্যামাউন্টের ওপর দেওয়া হয়। প্রতি ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি হারে এই সুদ গণনা করা হয়।
2/6এসবিআই-এর ওয়েবসাইট অনুসারে, এই স্কিমে সুদের হার সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশি। এই স্কিমে আমানতের ওপর ফিক্সড ডিপোজিটের হারে সুদ পাওয়া যায়। এতে গ্রাহককে ইউনিভার্সাল পাসবুকও দেওয়া হয়।
3/6এই স্কিমে ৩৬, ৬০, ৮৪ বা ১২০ মাসের জন্য টাকা জমা করা যেতে পারে। এই স্কিমটি এসবিআই-এর সমস্ত শাখায় উপলব্ধ৷ এতে সর্বোচ্চ জমার কোনও সীমা নেই। এদিকে প্রতি মাসে ন্যূনতম ১০০০ টাকা করে জমা করতে হবে।
4/6এসবিআই-এর এই স্কিমে টাকা জমা দেওয়ার পরের মাসে নির্ধারিত তারিখ থেকে অ্যানুইটি প্রদান করা হবে। টিডিএস কেটে নেওয়ার পরই অ্যানুইটির অর্থ প্রদান করা হবে এবং অ্যানুইটির সঙ্গে যুক্ত সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়তে থাকবে।
5/6৫ বছরের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা করে পেতে হলে, ন্যূনতম ৬০,০০০ টাকার আমানত করতে হবে। সুদ সহ এটি সমান মাসিক কিস্তিতে ফেরত দেওয়া হবে। আমানতকারীর বেছে নেওয়া মেয়াদের উপর ভিত্তি করে সুদের হার প্রযোজ্য হবে।
6/6এসবিআই-এর এই স্কিমে প্রয়োজনের সময় অনেক সুবিধা পাওয়া যায়। প্রয়োজনে, অ্যানুইটির মোট পরিমাণের ৭৫% পর্যন্ত ওভারড্রাফ্ট বা ঋণ নেওয়া যেতে পারে। ঋণ বা ওভারড্রাফ্ট নেওয়ার পরে অ্যানুইটি ‘লোন অ্যাকাউন্টে’ জমা হবে। আমানতকারীর মৃত্যু হলে স্কিমটি অকালে বন্ধ হয়ে যেতে পারে।