স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আপনার অ্যাকাউন্ট রয়েছে? আচমকা একটি এসএমস পেয়েছেন যে আপনার অ্যাকাউন্ট থেকে ১৪৭ টাকা ৫০ পয়সা কাটা হয়েছে? এই টাকা ব্যাঙ্কই আপনার অ্যাকাউন্ট থেকে কেটেছে। তবে আপনি কী জানেন কেন এই টাকা কাটা হল আপনার অ্যাকাউন্ট থেকে?
1/6স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ম মেনেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা প্রায় ৪০ কোটি। এর মধ্যে অধিকাংশ গ্রাহকের কাছেই এসবিআই-এর ডেবিট বা এটিএম কার্ড রয়েছে। আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকা কাটা হয়েছে, তা এই কার্ড পরিষেবা বাবদ নেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে।
2/6স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট বা এটিএম কার্ড দিয়ে আপনি টাকা তোলার পাশাপাশি অনলাইন লেনদেনও করতে পারেন। তবে আপনি যদি কার্ডের মাধ্যমে কোনও লেনদেন নাও করেন, তাও পরিষেবার জন্য টাকা কাটবে ব্যাঙ্ক। নিয়ম অনুযায়ী, কোনও গ্রাহকের নামে কার্ড ইস্যু করা হলেই বার্ষিক চার্জ কাটা হবে।
3/6স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন ক্যাটাগরির ডেবিট কার্ড ইস্যু করে থাকে গ্রাহকদের। এর মধ্যে সবথেকে জনপ্রিয় কিছু কার্ড হল – ক্লাসিক, সিলভার, গ্লোবার এবং কন্ট্যাক্টলেস। এই সমস্ত কার্ডের বার্ষিক সার্ভিস চার্জ বাবদ এসবিআই ১২৫ টাকা ফি নিয়ে থাকে।
4/6তবে ডেবিট কার্ডের চার্জ বাবদ কেন ১৪৭.৫০ টাকা কাটল আপনার অ্যাকাউন্ট থেকে? আসলে ১২৫ টাকা সার্ভিস চার্জের ওপর ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়। তাই সেই জিএসটি মিলিয়ে কার্ডের সার্ভিস চার্জ বাবদ মোট ১৪৭.৫০ টাকা (১২৫ টাকা + ১৮% জিএসটি ২২.৫০ টাকা) ফি নিয়ে থাকে ব্যাঙ্ক।
5/6এদিকে এসবিআই-এর যুবা, গোল্ড, কম্বো, মাই কার্ড ডেবিট কার্ডের জন্য বার্ষিক সার্ভিস চার্জ হল ১৭৫ টাকা + জিএসটি। এদিকে এসবিআই-এর প্ল্যাটিনাম ডেবিট কার্ডের সার্ভিস ফি হল ২৫০ টাকা + জিএসটি। তাছাড়া প্রাইড, প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের জন্য বছরে ৩৫০ টাকা + জিএসটি নিয়ে থাকে ব্যাঙ্ক।
6/6SBI has stopped recovering charges in such accounts on all digital transactions w.e.f. 15.09.2020, while retaining charges on cash withdrawals over and above four free withdrawals allowed per month.