বর্ধিত সুদের হার নতুন আমানতের পাশাপাশি যেগুলি ম্যাচিওর হতে চলেছে তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷
1/7SBI FD Interest Rate: ২ কোটি টাকার বেশি স্থায়ী আমানতে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Reuters)
2/7ডোমেস্টিক মেয়াদি আমানতের ক্ষেত্রে, ব্যাঙ্ক ২ কোটি টাকার বেশি উচ্চ-মূল্যের আমানতের ক্ষেত্রে সুদের হার ১০ বেসিস পয়েন্ট (bps) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।ফাইল ছবি : রয়টার্স (Reuters)
3/7১৫ ডিসেম্বর থেকে নয়া হার কার্যকর হয়েছে৷ (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
4/7বর্ধিত সুদের হার নতুন আমানতের পাশাপাশি যেগুলি ম্যাচিওর হতে চলেছে তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Reuters)
5/7২ কোটি টাকার নিচে FD-র সুদের হার অপরিবর্তিত রেখেছে SBI। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
6/7২ কোটি টাকার নিচের আমানতে SBI-র সর্বশেষ FD রেট: ৭ থেকে ৪৫ দিন - ২.৯%। ৪৬ দিন থেকে ১৭৯ দিন - ৩.৯%। ১৮০ দিন থেকে ২১০ দিন - ৪.৪%। ২১১ দিন থেকে ১ বছরের মধ্যে - ৪.৪%। ফাইল ছবি : ব্লুমবার্গ (Reuters)
7/7২ কোটি টাকার নিচের আমানতে SBI-র সর্বশেষ FD রেট: ১ বছর থেকে ২ বছরের মধ্যে - ৫%। ২ বছর থেকে ৩ বছরের মধ্যে - ৫.১%। ৩ বছর থেকে ৫ বছরের মধ্যে - ৫.৩%। ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত - ৫.৪%। ফাইল ছবি : রয়টার্স (Reuters)