দু'ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাঙ্কিং/YONO/YONO Lite/UPI পরিষেবা। ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) তরফে সে বিষয়ে জানানো হয়েছে। দেখে নিন পরিষেবা কখন বন্ধ থাকবে -
1/4বুধবার (ইংরেজি মতে ১৭ জুন) রাতে দু'ঘণ্টা মিলবে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাঙ্কিং/YONO/YONO Lite/UPI পরিষেবা। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
2/4এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, ওই তিন ঘণ্টায় SBI Online, ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO, UPI-এর মতো পরিষেবা ব্যবহার করে কোনও কাজ করতে পারবেন না গ্রাহকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
3/4স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বুধবার (ইংরেজি হিসেবে ১৭ জুন) রাত ১২ টা ৩০ মিনিট থেকে রাত ২ টো ৩০ মিনিট পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই সময় ইন্টারনেট ব্যাঙ্কিং/YONO/YONO Lite/UPI পরিষেবা মিলবে না। সেজন্য আমরা দুঃখিত। (ছবি সৌজন্য, টুইটার @TheOfficialSBI)
4/4ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সেই সময়সীমার পর আবারও স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)