আপনার কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (এসবিআই) অ্যাকাউন্ট আছে? তাহলে আপনি শর্তসাপেক্ষে বাড়িতে বসেই YONO অ্যাপের মাধ্যমে ৩৫ লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। সেজন্য ছুটতে হবে না ব্যাঙ্কে। পুরো কাজটাই ডিজিটাল মাধ্যমে হবে। সেজন্য কী কী শর্ত আছে, তা জেনে নিন -
1/5গ্রাহকদের নয়া সুযোগ দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। শর্তসাপেক্ষে রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট (RTXC) অফার চালু করা হয়েছে। সেই অফার অনুযায়ী, গ্রাহকরা Yono অ্যাপ ব্যবহার করে ৩৫ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন। সেজন্য কোনও নথি লাগবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
2/5কারা সেই অফার পাবেন? শুধু সরকারি কর্মীরা সেই অফারের মাধ্যমে লোন নিতে পারবেন। তবে সেজন্য এসবিআইতে তাঁদের স্যালারি অ্যাকাউন্ট থাকতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ঋণের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারী এবং প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরতদের আর ব্যাঙ্কে যেতে হবে না। তাঁরা Yono অ্যাপের মাধ্যমেই পার্সোনোল লোন নিতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
4/5ঋণ দেওয়ার আগে আবেদনকারীর ক্রেডিট স্কোর, ঋণের অঙ্কের মতো যে সব তথ্য যাচাই করা হয়, তা পুরোপুরি ডিজিটাল মাধ্যমেই হবে। দ্রুত সেই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
5/5কারা YONO-র মাধ্যমে ঋণের জন্য আবেদন করতে পারবেন? ১) এসবিআইতে স্যালারি অ্যাকাউন্ট থাকতে হবে। ২) ন্যূনতম মাসিক বেতন ১৫,০০০ টাকা হতে হবে। ৩) যাঁরা কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি করেন, তাঁরা লোন পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)