Bank FD Penalty Amounts: বাজার টালমাটাল। এমন পরিস্থিতিতে ফিক্সড ডিপোজিটই ভরসা বিনিয়োগকারীদের। স্থায়ী আমানতের সুদ স্থির ও নিশ্চিত। কিন্তু FD করার ক্ষেত্রেও কিছু নিয়ম জেনে রাখা জরুরি। আপনি কি জানেন যে, মেয়াদপূর্তির আগে এফডি ভাঙলে ক্ষতি হতে পারে? নিয়ম অনুযায়ী, আপনাকে জরিমানা চার্জ করতে পারে ব্যাঙ্ক।
1/5অনেকেই, জরুরি পরিস্থিতিতে এফডি ভাঙতে বাধ্য হন। এমন পরিস্থিতিতে, আপনি যদি নিম্নলিখিত ব্যাঙ্কগুলির গ্রাহক হন, সেক্ষেত্রে পেনাল্টি প্রযোজ্য হতে পারে। ফাইল ছবি: রয়টার্স (reuters)
2/5স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ওয়েবসাইট অনুযায়ী, '৫ লক্ষ টাকা পর্যন্ত FD-তে অকাল প্রত্যাহারের ক্ষেত্রে ০.৫০% (সমস্ত মেয়াদেই) ফাইন হবে। ৫ লক্ষ টাকার বেশি FD-র জন্য জরিমানা হবে ১% (সমস্ত মেয়াদেই)।' ফাইল ছবি: রয়টার্স (reuters)
3/5পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, 'সমস্ত মেয়াদেই FD সময়ের আগে ভাঙলে ১% পেনাল্টি ইন্টারেস্ট প্রযোজ্য হবে। তাছাড়া বকেয়া সুদের হার হবে: চুক্তির হার-১% বা স্কিমের প্রযোজ্য হার। এর জন্য কোনও জরিমানা ধার্য করা হবে না। ফাইল ছবি : পিটিআই (reuters)
4/5ICICI ব্যাঙ্ক: এক বছরের কম মেয়াদের আমানত ভাঙলে ০.৫০% জরিমানা হবে। এক বছর বা তার বেশি সময়ের ক্ষেত্রে ১% জরিমানা প্রযোজ্য। ফাইল ছবি: মিন্ট (reuters)
5/5Axis ব্যাঙ্ক : Axis Bank তার ওয়েবসাইটে লিখেছে, 'ম্যাচিওরিটির আগে FD থেকে টাকা তুললে ১.০% জরিমানা হতে পারে। তবে, আপনি যদি কম টাকা তুলতে চান, তাহলে Axis Bank মূল পরিমাণের ২৫% পর্যন্ত, প্রথম আংশিক উইথড্র-এর উপর কোনো জরিমানা ধার্য করে না। এছাড়াও, মনে রাখবেন যে, ৫ বছরের ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে অকাল প্রত্যাহার করা যাবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (reuters)