দেশের ৪০ কোটি নাগরিকের অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এই আবহে এসবিআই-এর যেকোনও নিয়ম বদল প্রভাব ফেলে কয়েক কোটি পরিবারের ওপর। তবে ২০২০ সালেই ব্যাঙ্কটি তাদের ‘মিনিমাম ব্যালেন্সে’র নীতি পরিবর্তন করেছিল। যদিও এই সম্পর্কে অনেকেই অবগত নন।
1/5সাধারণ সব ব্যাঙ্কেরই নিয়ম, সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে, না হলে জরিমানা করা হবে। তবে দুই বছর আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নীতির পরিবর্তন করেছিল। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয়ে পরিবর্তন এনেছে এসবিআই।
2/5আগে শহর বা শহরতলির কোনও এসবিআই শাখায় অ্যাকাউন্ট থাকলে যথাক্রমে ন্যূনত ৩ হাজার ও ২ হাজার টাকা রাখতে হত। গ্রামীণ শাখায় সেই পরিমাণ ছিল ১ হাজার টাকা। কিন্তু ২০২০ সালের অগস্টে সেই নীতিতে পরিবর্তন করা হয়। পরিবর্তিত নিয়মে মিনিমাম ব্যালেন্স না থাকলে গ্রাহকের থেকে জরিমানা নেওয়া হবে না। এই আবহে গ্রাহক ইচ্ছা করলে অ্যকাউন্টে কোনও টাকা না-ও রাখতে পারেন।
3/5স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১০ কোটি টাকার কম পরিমাণ থাকলে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২.৭ শতাংশ এবং অ্যাকাউন্টে ১০ কোটি টাকার বেশি থাকলে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৩ শতাংশ।
4/5এদিকে যদি আপনি এসবিআই-তে আপনার সেভিংস অ্যাকাউন্ট ‘ক্লোজ’ করতে চান, তাহলে যে শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেখানে যেতে হবে। যদি সেভিংস অ্যাকাউন্ট খোলার ১৪ দিনের মধ্যে আপনি তা বন্ধ করতে চান, সেক্ষেত্রে কোনও ক্লোজিং চার্জ দিতে হবে না।
5/5যদি অ্যাকাউন্ট খোলার ১৪ দিনের পরে এবং ১ বছরের মধ্যে সেই অ্যাকাউন্ট বন্ধ করতে চান, তাহলে ৫০০ টাকা চার্জ দিতে হবে। সেভিংস অ্যাকাউন্ট ১ বছরের পুরনো হলে তা ক্লোজ করতে গেলে কোনও চার্জ দেওয়ার প্রয়োজন নেই।