বাংলা নিউজ > ছবিঘর > SC on Manipur CBI Cases : মণিপুরের হিংসায় সিবিআই মামলাগুলির শুনানি অসমে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

SC on Manipur CBI Cases : মণিপুরের হিংসায় সিবিআই মামলাগুলির শুনানি অসমে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ধৃতদের রিমান্ডে নেওয়া, হিংসায় অভিযুক্ত ব্যক্তি এবং সাক্ষীদের শুনানিও গুয়াহাটিতে হবে বলে জানানো হয়েছে। কোর্ট বলছে, কে কতটা বেশি আঘাত পেয়েছে, তার মধ্যে আমরা যেতে পারি না, দুই তরফের মানুষই আক্রান্ত।