Scissors left inside politician's stomach removed after 6 days: পেটে টিউমার নিয়ে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। কিন্তু ফিরলেন কাঁচি নিয়ে। ব্রাজিলের এক রাজনীতিকের এমনটাই হাল হল এবার।
1/6পেটে টিউমার হওয়ায় অসহ্য ব্যথা। চিকিৎসকের কাছে গিয়েছিলেন তার চিকিৎসা করাতে। চিকিৎসকের কথা মতো অস্ত্রপচার হল রোগীর। তবে সম্পূর্ণ সুস্থ হলেন না তিনি। (Facebook)
2/6হাসপাতাল থেকে বাড়ি ফিরে প্রথম কয়েকদিন ঠিক থাকলেও ছ দিনের মাথায় হঠাৎ পেটে ব্যথা। কী ব্যাপার! রোগী আবার ছুটলেন হাসপাতাল। সিটি স্ক্যানে ধরা পড়ল পেটের ভিতর কাঁচি। অস্ত্রপচার করে বার করতে ভুলে গিয়েছেন চিকিৎসক। (Facebook)
3/6সম্প্রতি এমন ঘটনাই ঘটল ব্রাজিলে। নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, ক্লেইটন জোস জানাট্টা নামে এক রোগীর পেটেই হয়েছিল টিউমার। ঘটনাচক্রে তিনি আবার রাজনীতিক! (Facebook)
4/6আঞ্চলিক দলের রাজনীতিক হওয়ার পাশাপাশি নোভা সান্টা হেলেনা মিউনিসিপ্যালিটির কাউন্সিলম্যানও তিনি। ২০ জানুয়ারি পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে তাকে অস্ত্রপচারের পরামর্শ দেওয়া হয়। (Facebook)
5/6সেইমতো অস্ত্রপচার করার ছয়দিন পর হঠাৎ পেটে অসহ্য ব্যথা। সিটি স্ক্যান করতেই দেখা যায় চিকিৎসকের ভুলে দুটো আস্ত কাঁচি রয়ে গিয়েছে পেটে। (Facebook)
6/6এরপরেই ২৬ জানুয়ারি আবার অপারেশন করা হয়। বার করা হয় কাঁচি দুটি। ওই দুটো বেরোনোর পর বেশ সুস্থই আছেন ক্লেইটন। (Facebook)